সংবাদদাতা, আসানসোল : পশ্চিম বর্ধমান জেলাতেও সোমবার রাজ্য সরকারের তরফে ক্ষতিগ্রস্তদের সাহায্য দেওয়া হল। বাড়ি ভেঙে যাওয়ার জন্য ক্ষতিপূরণ পেলেন ২০০ জনেরও বেশ। আসানসোলের কল্যাণপুরে পশ্চিম বর্ধমান জেলার নতুন জেলাশাসক কার্যালয়ে এদিন বৈঠক হয়। উত্তরকন্যা থেকে মুখ্যমন্ত্রী বক্তব্য পেশ করেন। একইসঙ্গে মুখ্যমন্ত্রী বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করেন এবং বিভিন্ন সরকারি পরিষেবা প্রদান করেন। মুখ্যমন্ত্রী কেন্দ্রের সমালোচনা করে বলেন, ডিভিসি জল ছাড়ার কারণেই রাজ্যে বন্যা হয়। যা ম্যান মেড (Man-made flood)। দীর্ঘদিন রাজ্যের কয়েক লক্ষ কোটি টাকা বকেয়া আটকে রেখেছে। এত বড় প্রাকৃতিক বিপর্যয়ের পরেও সাহায্য করেনি। পাশাপাশি বিজেপি নির্বাচন কমিশনকে দিয়ে পশ্চিমবঙ্গে জোর করে এসআইআর করেছে। ওরা রাজ্যের জনগণকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করতে চায়। এদিনের বৈঠকে আসানসোলে ছিলেন দুই মন্ত্রী মলয় ঘটক ও প্রদীপ মজুমদার। ছিলেন জেলাশাসক এস পুন্নবালম, পুলিশ কমিশনার সুনীলকুমার চৌধুরি, বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, মহকুমাশাসক বিশ্বজিৎ ভট্টাচার্য, মেয়র বিধান উপাধ্যায়, বিশ্বনাথ বাউড়ি, বিধায়ক হরেরাম সিং প্রমুখ। জেলার ক্ষতিগ্রস্থ মানুষদের হাতে দুই মন্ত্রী চেক তুলে দেন।
আরও পড়ুন-বাধ্যতামূলক নয় ছবি! SIR পর্বের মধ্যেই কমিশনের ব্যাখ্যায় বিভ্রান্তি

