উত্তরের কৃষক, চা-শ্রমিক ও প্রাকৃতিক বিপর্যয়ে বিপন্নদের পাশে মুখ্যমন্ত্রী

আলিপুরদুয়ারের ২৯৭২ কৃষকে সাহায্য

Must read

বিশ্বজিৎ চক্রবর্তী,আলিপুরদুয়ার: রাজ্যের মানুষের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। উত্তরের দুর্যোগেও আবহাওয়ার পরোয়া না করে সর্বহারা মানুষদের পাশে দাঁড়িয়েছিলেন দরদি মুখ্যমন্ত্রী। সোমবার শিলিগুড়ি পৌঁছেছেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। উত্তকন্যায় করেন প্রশাসনিক বৈঠক করেন। এরপর এখান থেকেই ভার্চুয়াল মাধ্যমে দক্ষিণের জেলাগুলির পাশাপাশি উত্তরের কৃষক, চা-শ্রমিক এবং প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্তদের জন্য সাহায্য ঘোষণা করেন। দেওয়া হয় পাট্টা। এরমধ্যে আলিপুরদুয়ারে নয়জন গৃহহীনকে এদিন নতুন গৃহ নির্মাণের জন্য চেক তুলে দেওয়া হয়েছে। ১৩টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছিল বন্যায়। সেই ১৩ জন ক্ষতিগ্রস্ত বাড়ির মালিককে বাড়ি মেরামত করার জন্য চেক তুলে দেয় জেলা প্রশাসন। জেলায় মোট ৮০৫টি পাট্টা এদিন তুলে দেওয়া হয় পাট্টা প্রাপকদের হাতে। তার মধ্যে কৃষি পাট্টা ২১০ হোম-স্টে পাট্টা ২১৫, চা-বাগান পাট্টা ৩৮০, এছাড়াও ফসলের ক্ষতিপূরণ পান ২৯৭২ জন কৃষক। এর পাশাপাশি জেলার ২৫টির মধ্যে ৫টি স্বাস্থ্যকেন্দ্র এবং ১৭টির মধ্যে ৬টি ক্রেশের ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-বিপর্যয়ে কোন বছর কত কোটির বঞ্চনা কেন্দ্রের হিসাব পেশ মুখ্যমন্ত্রীর

Latest article