কায়েস আনসারি, দার্জিলিং: ভুটান ও সিকিমের নদীর (North Bengal) জলে বিপর্যস্ত হয়ে পড়ে উত্তর। অক্টোবরের ওই বিপর্যয়ে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল পাহাড়। দার্জিলিং জেলার ৩১৭৫টি বাড়ি পুরোপুরি এবং ৪৩টি বাড়ি আংশিকভাবে ভেঙে যায়। দুর্গতদের পাশে দাঁড়ান মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়ি তৈরির জন্য প্রত্যেকে আর্থিক সাহায্য করা হবে বলেও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সেইমতই ক্ষতিগ্রস্তদের অ্যাকাউন্টে বাড়ি তৈরির জন্য ৫০ শতাংশ টাকা দেওয়া হয় সোমবার। কথা রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘোষণামতো প্রত্যেকেই পেয়েছেন আর্থিক সহায়তা। তাই বাড়ি তৈরির টাকা পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
আরও পড়ুন-উত্তরের কৃষক, চা-শ্রমিক ও প্রাকৃতিক বিপর্যয়ে বিপন্নদের পাশে মুখ্যমন্ত্রী

