ধরা পড়ল নকল কার্ড, বইয়ের স্টলেও ভিড় চলচ্চিত্র উৎসবের

Must read

অংশুমান চক্রবর্তী
অবিশ্বাস্য ঘটনা! ৩৫৮টির মতো নকল কার্ড ধরা পড়েছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (KIFF 2025)! তার মধ্যে সাধারণ দর্শকদের কার্ড যেমন রয়েছে, তেমনই রয়েছে সাংবাদিকদের কার্ড! সোমবার এই খবর জানিয়েছেন উৎসব কর্তৃপক্ষ। যা নিয়ে চলছে জোর চর্চা। মনে করা হচ্ছে, আরও কিছু নকল কার্ড ধরা পড়বে। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।
ভাষা কোনো অন্তরায় নয়, ছবিই বলে শেষ কথা— আবারও প্রমাণিত হল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। পৃথিবীর অন্যান্য ভাষার পাশাপাশি ভারতের বেশকিছু আঞ্চলিক ভাষার ছবি (KIFF 2025) দেখানো হচ্ছে। দর্শকরা দেখছেন উৎসাহের সঙ্গে। স্বল্প দৈর্ঘ্যের ছবির দর্শক সংখ্যাও নেহাত কম নয়।
উৎসবের পঞ্চম দিন, যথারীতি জমজমাট ছিল একতারা মুক্তমঞ্চ। এই দিনের ‘সিনে আড্ডা’র বিষয় ছিল ‘বাংলা/ হিন্দি সিনেমায় ব্যবহৃত একই গানের সুর। কথায়-গানে আসর মাতালেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন, বিবেক কুমার, রূপঙ্কর বাগচি, চন্দ্রিকা ভট্টাচার্য। মন্ত্রী ইন্দ্রনীল সেন গাইলেন ‘শুধু তোমার জন্য সুর তাল আর গান বেঁধেছি’। জনপ্রিয় এই গানের হিন্দি ভার্সন ‘ম্যায়নে তেরে লিয়ে’ শোনালেন রূপঙ্কর বাগচী। মনে মনে গেয়েছেন উপস্থিত দর্শক-শ্রোতারাও। পরিবেশিত হয়েছে আরও অনেক মন ভোলানো প্রাণ দোলানো গান। উপস্থাপনায় ছিলেন অম্বরীশ ভট্টাচার্য। বেঙ্গলি প্যানোরামা বিভাগে দেখানো হয়েছে ‘হালুম’। মিডিয়া সেন্টারে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এই ছবির পরিচালক রাজা চন্দ, অভিনেতা সত্যম ভট্টাচার্য প্রমুখ। উৎসব প্রাঙ্গণে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন আকাদেমি ও পর্ষদের বইয়ের স্টল। ভিড় হচ্ছে ভালোই। অনেকেই কিনছেন পছন্দের বই। সেলফি-জোনেও চোখে পড়ছে ভিড়। সবমিলিয়ে চলচ্চিত্রপ্রেমীরা উৎসব উপভোগ করছেন দারুণভাবেই।

আরও পড়ুন-ড্রাফট রোলে নাম নেই সস্ত্রীক সব্যসাচী দত্তের

Latest article