ডেরেকের কটাক্ষ

Must read

নয়াদিল্লি: এসআইআরের নামে কীভাবে প্রহসন চলছে, চলছে গণতন্ত্রের চূড়ান্ত অবমাননা তা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন (derek o’brien)। এক শ্রেণির মিডিয়ার অদ্ভুত নীরবতা নিয়েও বিস্ময় প্রকাশ করেছেন তিনি। এক্স হ্যান্ডেলে তাঁর কটাক্ষ, ১৪ দিনে ১৭ এসআইআর মৃত্যু। জবাব দেবে কী বিজেপি? ২৮ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত এসআইআরকে কেন্দ্র করে ১৭ জনের মৃত্যুর তালিকাও তিনি তুলে ধরেছেন। প্রশ্ন তুলেছেন, এ-ব্যাপারে নীরব কেন মিডিয়া? বাংলায় সাইলেন্ট ইনভিসিবল রিগিংয়ের প্রসঙ্গে দিল্লি দূষণের বিরুদ্ধে মানুষের প্রতিবাদের ভাষাও মনে করিয়ে দিয়েছেন তিনি। আসলে এসআইআরের আড়ালে বিজেপি এবং কমিশন কীভাবে মানুষের ভোটের অধিকার কেড়ে নিতে চাইছে, সেই বিপদ সম্পর্কে সতর্কবার্তা দিলেন ডেরেক (derek o’brien)।

আরও পড়ুন-ধরা পড়ল নকল কার্ড, বইয়ের স্টলেও ভিড় চলচ্চিত্র উৎসবের

Latest article