লালকেল্লার গায়ে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৯, প্রশ্নের মুখে অমিত শাহ

রাজধানী দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ। লালকেল্লার কাছেই মেট্রোর ১ নম্বর গেটের পার্কিংয়ের গায়ে ৬.৫৫টা নাগাদ বিকট শব্দে বিস্ফোরণ হয়।

Must read

প্রতিবেদন : রাজধানী দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ। লালকেল্লার কাছেই মেট্রোর ১ নম্বর গেটের পার্কিংয়ের গায়ে ৬.৫৫টা নাগাদ বিকট শব্দে বিস্ফোরণ হয়। ঘটনায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা কম করে ২০। আহতদের নিয়ে যাওয়া হয়েছে এলএনজেপি হাসপাতালে। এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনায় শোকপ্রকাশ করে বলেছেন, আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। মৃতদের পরিবারের প্রতি রইল সমবেদনা। ঘটনার পরেই দিল্লি, মুম্বই, কলকাতা-সহ বড় শহরগুলিতে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। জানা গিয়েছে, যে গাড়িটি বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যায় সেই হুন্ডাই আই-২০ (HR26CE7674) গাড়ির আগের মালিক সলমনকে হরিয়ানা থেকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সলমন জানায় এক বছর আগে আখোলার দেবেন্দ্রকে সে গাড়িটি বিক্রি করে দেয়। পরে দেবেন্দ্র পুলওয়ামার তারিক নামে এক ব্যক্তিকে গাড়িটি বিক্রি করে।

আরও পড়ুন-দিনের কবিতা

স্থানীয় মানুষ জানাচ্ছেন, সন্ধ্যায় মেট্রো গেটের গায়ে পরপর গাড়িতে আগুন লাগে এবং বিস্ফোরণ হয়। হুন্ডাই গাড়িতে বিস্ফোরণের পরেই আগুন ছড়িয়ে পড়ে পাশের গাড়িগুলিতে। আসে দমকল এবং পুলিশ। আগুন নিয়ন্ত্রণে আসার পর দেখা যায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে মৃতদেহ। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনা শুধুই বিস্ফোরণ নাকি কোনও নাশকতা রয়েছে, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে। তবে রাজধানীর লালকেল্লার মতো স্পর্শকাতর এলাকায় এই ঘটনায় সকলেই হতবাক। দিল্লিতে বিজেপি সরকার, কেন্দ্রের মন্ত্রীরাও দিল্লিতে থাকেন। এই পরিস্থিতিতে এ-ধরনের ঘটনা স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। প্রসঙ্গত, ৪০ ঘণ্টা আগে ফরিদাবাদে হরিয়ানা ও কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে উদ্ধার হয়েছিল ৩৬০ কেজি বিস্ফোরক, বেশ কিছু অস্ত্রশস্ত্র, ২০টি বোমার টাইমার, রিমোট ও ওয়াকিটকি। জম্মু-কাশ্মীর পুলিশের মতে, গত কয়েকদিনে দেশের বিভিন্ন রাজ্য থেকে প্রায় ৩,০০০ কেজি বিস্ফোরক বাজেয়াপ্ত হয়েছে, যার সঙ্গে জইশ-ই-মহম্মদ ও আনসার ঘাজওয়াত-উল-হিন্দের মতো জঙ্গি সংগঠনের যোগ রয়েছে বলে ধারণা।

Latest article