পাটনা: আজ বিহার (Bihar) বিধানসভার দ্বিতীয় এবং চূড়ান্ত পর্যায়ের ভোটগ্রহণ। ২০টি জেলার মোট ১২২ আসনে ভোটাধিকার প্রয়োগ করবেন নাগরিকরা। প্রথম দফায় ভোট হয়েছিল ৬ নভেম্বর, ১৮ জেলার ১২১ আসনে। যে যে অঞ্চলে ভোট হতে চলেছে দ্বিতীয় পর্যায়ে, তার মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ হল সীমাঞ্চল। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল এই সীমাঞ্চলের বাসিন্দা সংখ্যালঘুদের একটা বড় অংশ। সেই কারণেই পূর্ণিয়া, আরারিয়া, কিষানগঞ্জ এবং কাটিহার— এই ৪ জেলার ২৪টি আসনে জোরদার লড়াই হবে মহাগঠবন্ধন এবং এনডিএ-র মধ্যে।
আরও পড়ুন-কোষের শুদ্ধীকরণ
তবে নিশ্চিতভাবেই অঙ্ক এবং আবেগে এখানে এখনই বেশ কিছুটা এগিয়ে আরজেডি তথা মহাগঠবন্ধন। এবং বিহারের ১৭ শতাংশ সংখ্যালঘুর একটা বড় অংশই সীমাঞ্চলের ভোটার হওয়ায় অত্যন্ত চাপে বিজেপি এবং নীতীশের জেডিইউ। মঙ্গলবার দ্বিতীয় পর্যায়ের ভোটের উল্লেখযোগ্য বিষয় হল, ১২২টি আসনের বেশ কিছু এলাকা মহাগঠবন্ধনের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। মগধ অঞ্চলে মহাগঠবন্ধনের বিশেষ প্রভাব রয়েছে গয়া, ঔরঙ্গাবাদ, নওয়াদা, জেহানাবাদ এবং আরওয়ালে।

