তিন দিনের জন্য বন্ধ লাল কেল্লা! বিস্ফোরণে ব্যবহৃত IED, কাশ্মীরে আটক ২

পুলিশের তদন্তের স্বার্থে এবং জনসাধারণের নিরাপত্তা বজায় রাখতেই পর্যটকদের প্রবেশ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Must read

সোমবার সন্ধ্যায় লাল কেল্লার (Redfort) কাছে এক গাড়ি বিস্ফোরণে কমপক্ষে নয়জন নিহত এবং বেশ কয়েকজন আহত হওয়ার পর, আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া (এএসআই) ১১ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত লাল কেল্লা পর্যটক এবং দর্শনার্থীদের জন্য বন্ধ রাখার কথা ঘোষণা করেছে। সূত্রের খবর, দিল্লি পুলিশের কোতোয়ালি স্টেশন ASI-এর দিল্লি সার্কেলকে লেখা চিঠির পর এই বন্ধের নির্দেশ দেওয়া হয়। সেই চিঠিতে লেখা হয়, ঘটনাস্থল এখনও পর্যবেক্ষণ করা হচ্ছে, তদন্ত শেষ হয়নি। তাই অনুরোধ করা হচ্ছে যে ১১/১১/২০২৫ থেকে ১৩/১১/২০২৫ পর্যন্ত তিন দিনের জন্য লাল কেল্লা দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হোক।

আরও পড়ুন-দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

পুলিশের তদন্তের স্বার্থে এবং জনসাধারণের নিরাপত্তা বজায় রাখতেই পর্যটকদের প্রবেশ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই দিল্লির লালকেল্লার বিস্ফোরণে জড়িত সন্দেহে কাশ্মীর থেকে পুলিশ দু’জনকে আটক করেছে। নাম তারিক আহমেদ দার ও উমার ওরফে আমির। পুলিশের জেরায় তারিক জানিয়েছে, তিনি বিস্ফোরণে ব্যবহৃত আই-২০ গাড়ি আমিরের হাতে তুলে দিয়েছিলেন। সূত্রের খবর, ওই গাড়ি কেনার পর থেকে চার বার মালিকানা বদল হয়েছে। প্রথম মালিক গুরুগ্রামের মহম্মদ সলমন। তিনি দেবেন্দ্র নামে একজনকে গাড়ি বিক্রি করেন। দেবেন্দ্র গাড়ি বিক্রি করেন সোনু নামে একজনকে। সোনু ওই গাড়ি বিক্রি করেন তারিককে। তবে আশ্চর্যজনক ভাবে কোনও বারই গাড়ির মালিকানা আইন মাফিক বদল হয়নি।

Latest article