স্বাস্থ্য পরিকাঠামোয় বিপ্লব, ১৪ বছরে খরচ প্রায় ৭০ হাজার কোটি টাকা: মুখ্যমন্ত্রী

Must read

রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোয় আমূল পরিবর্তন এসেছে গত ১৪ বছরে। প্রায় ৭০ হাজার কোটি টাকা ব্যয় করে স্বাস্থ্য ক্ষেত্রে বিপ্লব ঘটানো হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্যভবন থেকে এ কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।

মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) বলেন, “এই ১৪ বছরে ১৪টি সরকারি মেডিক্যাল কলেজ তৈরি হয়েছে। ৪২টি সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে তোলা হয়েছে। ১৩ হাজার ৫০০-র বেশি সুস্বাস্থ্য কেন্দ্র ইতিমধ্যেই চালু হয়েছে, আরও প্রায় ১২ হাজার তৈরি হওয়ার প্রক্রিয়ায় রয়েছে।”

তিনি আরও জানান, “স্বাস্থ্য পরিষেবায় মানোন্নয়নের লক্ষ্যে ৭৬টি সিসিইউ, ৩টি এইচডিইউ, ১৭টি মাদার অ্যান্ড চাইল্ড হাব, ১৩টি মাদার ওয়েটিং হাট এবং ১৫৮টি বিনামূল্যে রোগ নির্ণয় কেন্দ্র তৈরি করা হয়েছে। পাশাপাশি, সরকারি হাসপাতালে ৪০ হাজার নতুন শয্যা যুক্ত করা হয়েছে।”

বাম আমলের স্বাস্থ্যব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আগে স্বাস্থ্য পরিষেবার উন্নতি হয়নি। এখন প্রতিটি ব্লক, গ্রাম, শহরে হাসপাতাল ও মেডিক্যাল কলেজের সুযোগ তৈরি হয়েছে। আগে বাড়িতে বাড়িতে দাইমার হাতে শিশু জন্ম হত, এখন হাসপাতালে নিরাপদ প্রসব হচ্ছে।”

আরও পড়ুন-চালু মোবাইল মেডিক্যাল ইউনিট! লিভার-হার্ট-কিডনিব্যাঙ্কের পরিকল্পনা মুখ্যমন্ত্রীর

এদিন মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে ব্লাডব্যাঙ্কের সংখ্যা ৫৮ থেকে বেড়ে ৮৯ হয়েছে। বেলুড়ে আয়ুর্বেদিক, যোগা ও ন্যাচারোপ্যাথি ডিগ্রি কলেজ গড়ে তোলা হয়েছে। পাশাপাশি, ৪৯টি ট্রমা কেয়ার সেন্টারও নির্মিত হয়েছে।

তিনি বলেন, “স্বাস্থ্য পরিষেবায় মানবসম্পদ বৃদ্ধির দিকেও আমরা জোর দিচ্ছি। ইতিমধ্যেই ১৪ হাজার চিকিৎসক নিয়োগ হয়েছে। বাকি পদগুলো দ্রুত পূরণের জন্য নারায়ণ স্বরূপ নিগমকে নির্দেশ দেওয়া হয়েছে। চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান— সবাই এই ব্যবস্থার অপরিহার্য অংশ। ওষুধ থেকে শুরু করে অক্সিজেন ও রোগী পরিষেবা— প্রতিটি ক্ষেত্রেই তাঁদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

মুখ্যমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট, রাজ্য সরকারের অগ্রাধিকার তালিকার শীর্ষে রয়েছে স্বাস্থ্য পরিষেবার সম্প্রসারণ ও আধুনিকীকরণ— শহর থেকে গ্রাম, সর্বত্রই যাতে জনগণ বিনামূল্যে ও মানসম্মত স্বাস্থ্য পরিষেবা পান, সেই লক্ষ্যেই এগোচ্ছে সরকার।

Latest article