অভিষেকের উদ্যোগে অপারেশন থিয়েটর

Must read

কথা দিলে কথা রাখেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (operation theater)। তাঁর উদ্যোগেই এবার লক্ষীবালা দত্ত গ্রামীণ হাসপাতাল পাচ্ছে প্রসূতিদের জন্য অপারেশন থিয়েটর। শীঘ্রই এই বিভাগের উদ্বোধন করবেন ডায়মন্ড হারবারের সংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (operation theater)। বজ বজ ২,ফলতা, বিষ্ণুপুর,এই তিনটে বিধানসভার বাসিন্দাদের ভরসা লক্ষীবালা দত্ত গ্রামীণ হাসপাতাল। একটা সময় এই হাসপাতালে বেহাল দশা ছিল। কিন্তু তৃণমূল ক্ষমতায় আসার পর হাসপাতালে রূপ পাল্টে গেছে। উন্নয়ন করা হয়েছে হাসপতালের কোনায় কোনায়। তবে প্রসূতি মায়েদের জন্য হাসপাতালে কোনও অপারেশন থিয়েটর ছিল না। বজ বজ দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি- সুব্রত বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, প্রসূতি মায়েদের জন্য অপারেশন থিয়েটার তৈরির অনুরোধ করেন। সেইমতো গত ১০ আগস্ট আমতলা থেকে ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ৬ কোটি ৪৪ লক্ষ টাকা হাসপাতালের অপারেশন থিয়েটারের জন্য বরাদ্দ করেন।সেই স্বপ্ন এবার বাস্তবায়িত হতে চলেছে। আর কয়েকটা দিন পরে মুচিসা লক্ষীবালা দত্ত গ্রামীণ হাসপাতালের নবনির্মিত ভবনের প্রসূতি বিভাগের অপারেশন থিয়েটারের উদ্বোধন হবে।

আরও পড়ুন-উপযুক্ত তথ্য-প্রমাণ পেলে SIR বাতিল করা হবে: তৃণমূলের মামলায় পর্যবেক্ষণে মন্তব্য বিচারপতি সূর্যকান্তর

Latest article