স্বাস্থ্য ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়ায় গতি আনতে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (CM Mamata banerjee)। মঙ্গলবার স্বাস্থ্যভবনে আয়োজিত এক সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, কোর্টের কেস তো মিটে গিয়েছে, তবু ১৪ হাজার চিকিৎসক-নার্স নিয়োগের প্রক্রিয়া আটকে আছে কেন?
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম। তাঁর উদ্দেশে মুখ্যমন্ত্রী (CM Mamata banerjee) স্পষ্ট বার্তা দেন— “আমরা প্রায় ১৪ হাজার নিয়োগ করেছি। কিছুদিন কোর্টে কেস থাকায় আটকে ছিল, কিন্তু এখন কেন বিলম্ব? হেলথ রিক্রুটমেন্ট বোর্ডকে বলো, কাজে গতি আনতে হবে। আর যদি না আনে, তোমাকেই আনতে হবে।”
আরও পড়ুন-উপযুক্ত তথ্য-প্রমাণ পেলে SIR বাতিল করা হবে: তৃণমূলের মামলায় পর্যবেক্ষণে মন্তব্য বিচারপতি সূর্যকান্তর
একইসঙ্গে স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। অভিযোগের ভিত্তিতে তিনি জানান, বারাসতের এক বেসরকারি হাসপাতাল রোগীকে জানিয়েছে, স্বাস্থ্যসাথীতে নাকি সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত পরিষেবা মেলে। মুখ্যমন্ত্রীর মন্তব্য, “আমরা তো ৫ লক্ষ টাকা পর্যন্ত দিই। টাকা নিচ্ছে, তবু পরিষেবা দিচ্ছে না— এটা বরদাস্ত করব না। জানামাত্র আমি শোকজ করতে বলেছি।”
মুখ্যমন্ত্রী আরও জানান, গত ১৪ বছরে স্বাস্থ্য ক্ষেত্রে বিপ্লব ঘটেছে রাজ্যে। প্রায় ৭০ হাজার কোটি টাকা খরচ হয়েছে পরিকাঠামো উন্নয়নে। স্বাস্থ্য পরিষেবার এই ব্যাপক উন্নতি নিয়ে গর্ব প্রকাশ করলেও, মুখ্যমন্ত্রী প্রশাসনকে সতর্ক বার্তা দিয়েছেন— “চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান— সকলেই গুরুত্বপূর্ণ। নিয়োগ প্রক্রিয়া যাতে দ্রুত শেষ হয়, সেটা দেখতে হবে।”

