তাপমাত্রা নামছে হু-হু করে। শীতল পশ্চিমি হাওয়ায় কলকাতার তাপমাত্রা নামল ১৮ ডিগ্রিতে। আগামী পাঁচ দিন এরকমই থাকবে আবহাওয়া। পশ্চিমের জেলায় পারদ নেমেছে আরও বেশি। সেই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে। হাওয়া অফিস বলছে শীতের (winter) এই আমেজ চলবে উইকেন্ড পর্যন্ত। মধ্য বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত ক্রমশ শক্তি হারাচ্ছে।
আরও পড়ুন-স্বাস্থ্যক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়ায় গতি আনতে নির্দেশ মুখ্যমন্ত্রীর
দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে খুব সকালে ও রাতে শীতের (winter) আমেজ বেশি থাকবে। বেলা বাড়লে অবশ্য সেই আমেজ উধাও হবে। খুব সকালে হালকা কুয়াশা দেখা যাবে সর্বত্র। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি। উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে সকালের দিকে হালকা কুয়াশা। পার্বত্য এলাকায় কুয়াশার পরিমাণ বেশি হতে পারে। রৌদ্রোজ্জ্বল পরিবেশ থাকবে মোটের উপর। বৃষ্টির কোনও সম্ভাবনা আপাতত নেই।
কলকাতাতেও রাতের ও ভোরে দিকে শীতের আমেজ বেশ ভালই অনুভূত হচ্ছে। আগামী কয়েক দিন এই শীতের আমেজ থাকবে। খুব সকালে হালকা কুয়াশা। পরে পরিষ্কার আকাশ। বৃষ্টির কোনও সম্ভাবনা আপাতত নেই।

