রাজ্যের উদ্যোগে খুলছে তিন চা-বাগান

রেড ব্যাঙ্ক, সুরেন্দ্রনগর, ধরণীপুর এই তিনটি চা-বাগান আগামী ১৭ তারিখেই খুলে যাচ্ছে বলে শিলিগুড়ি শ্রম দফতরের বিশেষ বৈঠকে জানানো হয়েছে

Must read

সংবাদদাতা, জলপাইগুড়ি : রাজ্যের উদ্যোগে খুলে যাচ্ছে ডুয়ার্সের তিনটি চা-বাগান। রেড ব্যাঙ্ক, সুরেন্দ্রনগর, ধরণীপুর এই তিনটি চা-বাগান আগামী ১৭ তারিখেই খুলে যাচ্ছে বলে শিলিগুড়ি শ্রম দফতরের বিশেষ বৈঠকে জানানো হয়েছে। শ্রম দফতরের তরফে জানানো হয়েছে, মালিকপক্ষ, ইউনিয়ন এবং রাজ্যের ত্রিপাক্ষিক বৈঠক সফল হয়েছে। এর ফলেই খুলছে বাগানগুলি। মালিক কর্তৃপক্ষ কোনওরকম নোটিশ ছাড়াই পুজোর আগে বাগানগুলি বন্ধ করে দেয়। বিপদে পড়েন কয়েকশো শ্রমিক।

আরও পড়ুন-দিল্লি বিস্ফোরণে মৃত্যু বেড়ে ১২, জঙ্গি-যোগ স্পষ্ট, মোদি গেলেন ভুটান

এরপর বাগানগুলি খোলার জন্য উদ্যোগ নেয় রাজ্য। একের পর এক বৈঠক করা হয়। শিলিগুড়ি জয়েন লেবার কমিশনারের দফতরের চা-বাগান শ্রম ইউনিয়নের নেতৃত্ব, বাগান শ্রমিক এবং মালিক কর্তৃপক্ষকে নিয়ে ত্রিপাক্ষিক বৈঠকের মধ্য দিয়ে সিদ্ধান্ত হয়, আগামী ১৭ তারিখ থেকে খুলে যাবে। সেই সঙ্গে বকেয়া বোনাস এবং একটি বকেয়া থাকা মজুরির টাকা তুলে দেবেন শ্রমিকদের হাতে। এই আলোচনার পরিপ্রেক্ষিতে বাগান খোলার সিদ্ধান্তে সবাই একমত হন। বাগান খোলার খবরে খুশি শ্রমিকরা। তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন। এদিকে আলিপুরদুয়ারের দলসিং চা-বাগানও খুলতেও ১৫ নভেম্বর শ্রম দফতরের তরফে একটি বৈঠক ডাকা হয়েছে। এই বৈঠকও ফলপ্রসূ হবে, এমনই আশা করা যায়।

Latest article