দুবাই, ১১ নভেম্বর : আগামী মাসে আইপিএলের ছোট নিলাম। শেষ দুটি আইপিএল নিলাম হয়েছে ভারতের বাইরে। ২০২৪ সালে সংযুক্ত আরব আমিরশাহির দুবাইয়ে এবং ২০২৫ সালে সৌদি আরবের জেড্ডায়। বোর্ড সূত্রের খবর, ২০২৬ সালের আইপিএল নিলাম হবে আবু ধাবিতে।
সংবাদ সংস্থাকে বিসিসিআইয়ের এক শীর্ষকর্তা মঙ্গলবার জানিয়েছেন, আইপিএল নিলামের ভেন্যু হিসাবে আবু ধাবিকে চূড়ান্ত করে ফেলা হয়েছে। গত দু’বছরের মতো এবারও মধ্যপ্রাচ্যেই হবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের নিলাম। ওই বোর্ড কর্তা আরও জানিয়েছেন, নিলামের সম্ভাব্য তারিখ ১৫ অথবা ১৬ ডিসেম্বর। এদিকে, নিলামের আগেই ১৫ নভেম্বরের মধ্যে ১০টি ফ্র্যাঞ্চাইজিকে জানিয়ে দিতে হবে, তারা কোন কোন ক্রিকেটারকে ধরে রাখছে ও কাদের ছেড়ে দিচ্ছে।
আরও পড়ুন-ইডেনে স্পিন মহড়ায় গিল, ঘূর্ণি উইকেট কিউরেটরের, টিকিটের চাহিদা বাড়ছে
এই আবহে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস ছেড়ে চেন্নাই সুপার কিংসে যোগ দেওয়া কার্যত চূড়ান্ত। এই জল্পনা আরও উসকে দিয়েছে চেন্নাই ফ্র্যাঞ্চাইজি। মঙ্গলবার ছিল সঞ্জুর জন্মদিন। আর সোশ্যাল মিডিয়াতে সঞ্জুকে শুভেচ্ছা জানিয়ে সিএসকে পোস্ট করেছে, সঞ্জু তোমার উন্নতি কামনা করি। তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। সাধারণত একটি দল অন্য কোনও দলের খেলোয়াড়ের জন্মদিনে শুভেচ্ছা জানায় না। তাই সঞ্জুর চেন্নাই-যাত্রার জল্পনা আরও তুঙ্গে। এদিকে, অ্যারন ফিঞ্চ আবার বলেছেন, কলকাতা নাইট রাইডার্সের উচিত নিলামে ভেঙ্কটেশ আইয়ারকে ছেড়ে দেওয়া। তার পর কম দামে ফের কিনে নেওয়া।

