টোটো বা ই-রিকশা রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, জানালেন স্নেহাশিস

মঙ্গলবার বর্ধমানে এসআইআর নিয়ে প্রতিবাদ মিছিলে অংশ নিতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা জানিয়ে গেলেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী

Must read

সংবাদদাতা, বর্ধমান : ‘‘সরকারিভাবে নথিভুক্ত নয় এমন টোটো বা ই-রিকশা কোম্পানি থেকে কেনা টোটো বা ই-রিকশাকে আমরা চলতে দেবে না।’’ মঙ্গলবার বর্ধমানে এসআইআর নিয়ে প্রতিবাদ মিছিলে অংশ নিতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা জানিয়ে গেলেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তিনি জানিয়েছেন, গোটা রাজ্যে টোটো এবং ই-রিকশার জন্য যানজট সৃষ্টি হচ্ছে। এ-ব্যাপারে একটি সুষ্ঠু প্রক্রিয়া তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন-পর্যটকদের নয়া গন্তব্য ‘মিনি পহেলগাঁও’ চুহা ভ্যালি

তিনি এদিন জানান, বৈধ টোটো বা ই-রিকশা কোম্পানি থেকে যাঁরা টোটো বা ই-রিকশা কিনছেন ওই কোম্পানিকে বলে দেওয়া হয়েছে তাঁরাই রেজিস্ট্রেশন করিয়ে দেবেন। এর বাইরে যে সমস্ত মানুষ এই গাড়ি চালাচ্ছেন, তাঁদের টোটো বা ই-রিকশাগুলিকে রেজিস্ট্রেশনের অধীনে নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়েছে। যাঁরা এই রেজিস্ট্রেশন করাবেন না, তাঁদের টোটো বা ই-রিকশা চালাতে দেওয়া হবে না। তিনি এদিন জানিয়ে যান, শহরাঞ্চলে এই যানজট কমাতে এবং একটি সুষ্ঠু ব্যবস্থা কায়েম করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Latest article