ক্ষতিগ্রস্ত কৃষকদের বাঁচাতে মন্ত্রীর কাছে দরবার বিধায়কের

একদিকে অতিবৃষ্টি চাষিদের যেমন ক্ষতির মুখে ফেলেছে, তেমনই শোষক পোকার আক্রমণে বিপুল পরিমাণ ধাননষ্টের আশঙ্কায় চাষিদের মাথায় হাত

Must read

সংবাদদাতা, বীরভূম : একদিকে অতিবৃষ্টি চাষিদের যেমন ক্ষতির মুখে ফেলেছে, তেমনই শোষক পোকার আক্রমণে বিপুল পরিমাণ ধাননষ্টের আশঙ্কায় চাষিদের মাথায় হাত। পাশাপাশি কৃষিজমিতে বিষাক্ত সাপেদের উৎপাতে চাষিরা মাঠমুখো হতে নারাজ। ইতিমধ্যে এই দুটো গুরুত্বপূর্ণ বিষয় বীরভূম জেলা প্রশাসনের নজরে নিয়ে এসেছেন লাভপুর বিধানসভার বিধায়ক অভিজিৎ সিংহ।

আরও পড়ুন-জীবন্ত লোককে তালিকায় মেরে ফেলেছে কমিশন!

গোটা বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে ইতিমধ্যে। লাভপুরের বিধায়ক কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে বিধানসভায় দেখা করে দ্রুত সমাধানের জন্য আবেদন করেছেন। কারণ চাষিরা যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে যে কোনও উৎপাদন কমে যাবে এবং তার প্রভাব সরাসরি পড়বে সাধারণ মানুষের জীবনে। বিষাক্ত সাপের উপদ্রবের ভয় কাটিয়ে চাষিদেরকে আবার চাষের জন্য উৎসাহ জোগাতে হবে। শোষক পোকা যেন ধানের ক্ষতি না করতে পারে সেই বিষয়ে কৃষি দফতর যাতে উদ্যোগী হয় তা নিয়ে কৃষিমন্ত্রীকে আবেদন জানিয়েছেন বলে দাবি করেছেন বিধায়ক অভিজিৎ।

Latest article