জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক নতুন সুযোগের পথ খুলে দিয়েছে কমিশন। নতুন নির্দেশিকা অনুযায়ী, যদি কোনও নির্দিষ্ট বুথে ওই এলাকার ভোটারদের মধ্যে থেকে বি.এল.এ নিয়োগে সমস্যা হয়, তবে সেই বিধানসভা কেন্দ্রের অন্য বুথের ভোটারকেও ওই বুথের বি.এল.এ হিসেবে নিয়োগ করা যাবে।
আরও পড়ুন-চালু হতে পারে ওডিআই সুপার লিগ, টেস্ট চ্যাম্পিয়নশিপে ১২ দল করার ভাবনা
আগের নির্দেশিকা অনুযায়ী, শুধুমাত্র সেই বুথের ভোটারই ঐ বুথের বি.এল.এ হতে পারতেন। কিন্তু কমিশনের এই নতুন সিদ্ধান্তে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে তীব্র প্রতিক্রিয়া। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এই পরিবর্তনের মাধ্যমে বিজেপিকে সরাসরি সুবিধা পাইয়ে দিচ্ছে নির্বাচন কমিশন। তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছে, “বিজেপি অনেক এলাকায় স্থানীয় এজেন্ট খুঁজে পাচ্ছে না। তাই কমিশনকে দিয়ে নিয়ম পাল্টে এখন অন্য বুথ থেকে মানুষ এনে এজেন্ট বসানোর সুযোগ তৈরি করা হয়েছে। এটা আসলে নির্বাচনী প্রক্রিয়াকে ভিতর থেকে প্রভাবিত করার ষড়যন্ত্র।”
আরও পড়ুন-ক্ষতিগ্রস্ত কৃষকদের বাঁচাতে মন্ত্রীর কাছে দরবার বিধায়কের
কমিশনের এই সিদ্ধান্তের বিরোধীতা করে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘বিজেপি এবং বিরোধীদের সুবিধা পাইয়ে দিতেই এই ভয়ঙ্কর খেলা খেলছে জাতীয় নির্বাচন কমিশন। লোক পাচ্ছে না বিরোধীরা। তাই নির্বাচন কমিশন বিজেপির স্বার্থে এবং বিজেপিকে সুবিধা পাইয়ে দিতেই নিয়মে বদল আনছে। জাতীয় নির্বাচন কমিশন বিজেপির দালালি করে এই নিয়মে বদল করছে। এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে তৃণমূল কংগ্রেস। যথাযথ জায়গায় এর প্রতিবাদ করবে তৃণমূল কংগ্রেস।

