রেল যাত্রীদের মনোবল ফেরাতে চলছে জোরদার তল্লাশি

দিল্লি (Delhi) বিস্ফোরণ কান্ডের পর নাশকতার আশঙ্কা গ্রাস করেছে দেশের বিভিন্ন প্রান্তের মানুষকে।

Must read

দিল্লি (Delhi) বিস্ফোরণ কান্ডের পর নাশকতার আশঙ্কা গ্রাস করেছে দেশের বিভিন্ন প্রান্তের মানুষকে। মনে করা হচ্ছে জঙ্গি গোষ্ঠীর সফট্ টার্গেট হতে পারে রেল। অতএব রেল যাত্রীদের মনোবল ফেরাতে সারা দেশের পাশাপাশি বাঁকুড়া স্টেশনেও বেড়েছে রেল পুলিশের তৎপরতা। রীতিমত ডগ স্কোয়াডকে সঙ্গে নিয়ে স্টেশন জুড়ে চলছে তল্লাশি। তল্লাশি চালানো হচ্ছে যাত্রীদের সঙ্গে থাকা সামগ্রী, ট্রেনের কামরা এমনকি পার্কিং লটেও।

আরও পড়ুন-বুধেই মরশুমের শীতলতম দিন কলকাতায়

সম্প্রতি দিল্লি বিস্ফোরণ কান্ডে ফের একবার প্রশ্নের মুখে ফেলে দিয়েছে দেশের অভ্যন্তরের নিরাপত্তা ব্যবস্থাকে । জঙ্গিদের ছক বানচাল করতে দেশ জুড়ে তৎপর হয়েছে বিভিন্ন স্তরের নিরাপত্তার দায়িত্বে থাকা এজেন্সি ও পুলিশ। পিছিয়ে নেই রেল পুলিশও। সীমানাবর্তী পশ্চিমবঙ্গকে জঙ্গিরা টার্গেট করতে পারে এমন আশঙ্কাও তৈরী হয়েছে। আর তাতেই বাড়তি সতর্কতা মূলক পদক্ষেপ করছে রাজ্য পুলিশ। সতর্ক রেল পুলিশও। আজ দক্ষিণ পূর্ব রেলপথের বাঁকুড়া স্টেশনে সকাল থেকে রেল পুলিশের তরফে চলছে চিরুনি তল্লাশি। মেটাল ডিটেক্টার ছাড়াও পুলিশ কুকুর নিয়ে স্টেশন জুড়ে তল্লাশি চালাচ্ছে রেল পুলিশ। রেল পুলিশের দাবি দিল্লি বিস্ফোরণের পর একদিকে যাত্রীদের মনোবল ফেরানো আর অন্যদিকে নাশকতা ঠেকাতেই এমন উদ্যোগ।

Latest article