ভয়াবহ! পথকুকুরদের হামলায় চিড়িয়াখানায় মৃত্যু কমপক্ষে ১০ হরিণের

Must read

কেরলে চিড়িয়াখানায় হরিণদের উপর ভয়াবহ হামলা পথকুকুরদের। ত্রিশূরে নবনির্মিত পুথুর চিড়িয়াখানা (Kerala Puthur Zoological Park ) উদ্বোধন হয়েছে একমাসও হয়নি। তার আগেই পথকুকুরের হামলায় মৃত্যু হল কমপক্ষে ১০টি হরিণের। এই খবরে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে।

হরিণগুলির উপর পথকুকুরদের হামলার খবরের পরই মঙ্গলবার বন্যপ্রাণী বিশেষজ্ঞ অরুণ জাকারিয়ার নেতৃত্বে একটি দল চিরিয়াখানায় পৌঁছে গোটা এলাকা পরিদর্শন করেন। শুরু হয়েছে তদন্ত। মৃত হরিণগুলির দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পরই হরিণগুলির মৃত্যুর আসল কারণ জানা যাবে।

আরও পড়ুন-রেল যাত্রীদের মনোবল ফেরাতে চলছে জোরদার তল্লাশি

৩৩৬ একর জমিজুড়ে বিস্তৃত এই চিড়িয়াখানা (Kerala Puthur Zoological Park ) এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম। এমনকি ‘ডিজাইনার চিড়িয়াখানা’ হিসেবেও উল্লেখ করা হয়েছে পুথুর চিড়িয়াখানার। তবে এখনও শুধুমাত্র স্কুল-কলেজ পড়ুয়াদের এই চিড়িয়াখানায় ঢোকার অনুমতি মিলেছে। আমজনতার জন্যে প্রবেশের অনুমতি মেলেনি।

সম্প্রতি সুপ্রিম কোর্ট, স্কুল, রেলস্টেশন, হাসপাতাল চত্বর থেকে পথকুকুর সরানোর নির্দেশ দিয়েছে। আগামী কয়েকমাসের মধ্যে পথকুকুদের সরিয়ে আশ্রয়স্থলে রেখে আসার কথা জানিয়ে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। তার মধ্যে পথকুকুরদের হামলায় চিড়িয়াখানায় হরিণদের মৃত্যু ঘিরে চর্চা চলছে।

Latest article