আরও ১২ মাস গুটখা-তামাকযুক্ত পান মশলা বিক্রি নিষিদ্ধ বাংলায়, কড়া পদক্ষেপ

Must read

আরও এক বছর গুটখা (West Bengal_Gutkha) ও তামাকযুক্ত পান মশলা বিক্রির নিষেধাজ্ঞা পশ্চিমবঙ্গে। গত ৭ নভেম্বর রাজ্যের স্বাস্থ্য দফতর বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, তামাক-নিকোটিনযুক্ত গুটখা বা পানমশলার উৎপাদন, মজুত, সরবরাহ ও বিক্রি নিষিদ্ধ থাকবে রাজ্যে। ২০০৬ সালের ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড আইন অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন-বৃষ্টির জল সংরক্ষণ: রাজ্যের নবদিগন্ত টাউনশিপকে পুরষ্কার কেন্দ্রের, আপ্লুত মুখ্যমন্ত্রী

প্রতিবছর জনস্বাস্থ্য রক্ষার্থে এই বিজ্ঞপ্তি জারি করেন রাজ্যের ফুড সেফটি কমিশনার। স্বাস্থ্য দফতরের তরফে কী কী জানানো হয়েছে…

⦁ তামাক-নিকোটিন মেশানো গুটখা ও পানমশলার ব্যবহার জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর
⦁ মুখগহ্বর, গলা ও ফুসফুসের ক্যানসার-সহ নানা গুরুতর অসুস্থতার অন্যতম প্রধান কারণ এগুলি
⦁ এই ধরনের পণ্য রাজ্যে নিষিদ্ধ
⦁ নিষেধাজ্ঞা অমান্য করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে

রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে এই পদক্ষেপ অব্যাহত থাকবে। সচেতনতার মাধ্যমে তামাকজাত (West Bengal_Gutkha) দ্রব্যের ব্যবহার কমানোই প্রধান লক্ষ্য।

Latest article