ফের বাংলাদেশের ইউনুস সরকারের বিরুদ্ধে মুখ খুললেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। এখনও ভারতেই রয়েছেন তিনি। নিজের দেশ, বাংলাদেশে ফিরে যাওয়া বিভিন্ন শর্তের উপর নির্ভর করছে তাঁর। একইসঙ্গে তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে তোপ দেগে জানিয়েছেন, ইউনুস সরকারের জমানায় ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট হচ্ছে বাংলাদেশের। পাশাপাশি ইউনুসকে তিনি চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন।
ভারতীয় এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন হাসিনা(Sheikh Hasina)। হাসিনার বক্তব্য
⦁ আসন্ন নির্বাচনে আওয়ামী লিগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা
⦁ অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হলে আমি দেশে ফিরব
⦁ ইউনুস সরকারের আমলে ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট হচ্ছে বাংলাদেশের
⦁ বাংলাদেশের সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক মজবুত থাকা উপমহাদেশের রাজনীতির জন্য জরুরি
⦁ পাকিস্তানের সঙ্গে সখ্য ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নষ্ট করবে
⦁ তাঁকে আশ্রয় দেওয়ার জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানান
⦁ ভারত সরকার এবং এর জনগণের প্রতি কৃতজ্ঞ
⦁ ভারতের প্রতি ইউনুসের শত্রুতা বোকামো
⦁ তিনি অনির্বাচিত, বিশৃঙ্খল এবং চরমপন্থীদের সমর্থনের উপর নির্ভরশীল
⦁ আমার ধারণা ইউনুস আর কোনও কূটনৈতিক ভুল করবেন না।
আরও পড়ুন-দেশের মধ্যে প্রথমবার সেমিস্টার পদ্ধতিতে ফাজিল! ফলপ্রকাশের পর সফল পড়ুয়াদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর
বাংলাদেশে ফিয়ে যাওয়া নিয়ে হাসিনা জানিয়েছেন, সেই দেশের মানুষের দরকার অন্তর্ভুক্তিমূলক রাজনীতি। তাঁর দাবি, অন্তর্বর্তী সরকারের উচিত আওয়ামী লিগের উপর থেকে নিষেধাজ্ঞা তোলা। অবাধ নির্বাচনের ব্যবস্থা করা। আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন বয়কটের খবর উড়িয়ে দিয়েছেন হাসিনা। তাঁর কথায়,”আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনও নির্বাচনের বৈধতা নেই। কয়েক কোটি মানুষ আমাদের সমর্থন করে। এতে আমাদের দেশের জন্য একটি বিশাল সুযোগ হাতছাড়া হবে। আমার আশা এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। সরকারে হোক বা বিরোধী দলে, আওয়ামী লিগকে বাংলাদেশের রাজনৈতিক আলোচনার অংশ হতে হবে।”
পাশাপাশি ইউনুসকে হাসিনা সরাসরি আন্তর্জাতিক আদালতে লড়ার জন্য আহ্বান জানিয়েছেন। বাংলাদেশে হাসিনার বিরুদ্ধে চলা সব মামলাকে পক্ষপাতদুষ্ট বলে দাবি তাঁর।

