মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে কড়া ব্যবস্থা নির্বাচন কমিশনের

Must read

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম (Election Commission_Enumeration form) জমা পড়লে সংশ্লিষ্ট পরিবারের বিরুদ্ধে এবার আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশ অনুযায়ী, মৃত ব্যক্তির নামে এমন ফর্ম পূরণে যার স্বাক্ষর পাওয়া যাবে, তাঁর বিরুদ্ধে জনপ্রতিনিধিত্ব আইন (আরপি আইন)–এর ৩২ ধারা অনুযায়ী এক বছরের কারাদণ্ড পর্যন্ত হতে পারে।

মঙ্গলবার জারি হওয়া কমিশনের নির্দেশিকায় জানানো হয়েছে, বুথ লেভেল এজেন্ট (বিএলএ)–এর দায়িত্ব হল সংশ্লিষ্ট পার্টের ড্রাফট ভোটার তালিকার নামগুলো খতিয়ে দেখা—কারা মৃত, কারা অন্যত্র সরে গিয়েছেন, তা নির্ধারণ করা। নিয়ম অনুযায়ী, প্রত্যেক পার্টের জন্য একজন বিএলএ নিয়োগ করা যেতে পারে।

বিএলএ হতে হলে তাঁকে সেই পার্টেরই নিবন্ধিত ভোটার হতে হবে। তবে প্রয়োজনে একই বিধানসভা কেন্দ্রের অন্য কোনও পার্টের ভোটারকেও বিএলএ হিসেবে নিয়োগ করা যেতে পারে। কমিশন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে (সিইও) নির্দেশ দিয়েছে, রাজ্যে চলা ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় আরপি আইন কঠোরভাবে প্রয়োগ করতে হবে।

আরও পড়ুন-২০০৯-এ ডিলিমিটেশন হলে ২০০২-এর ভোটার তালিকা ধরে কেন এসআইআর, প্রশ্ন কল্যাণের

রাজ্য নির্বাচন দফতর সূত্রে খবর, ‘ভোটকর্মী ও বিএলও ঐক্য মঞ্চ’–এর তরফে অভিযোগ জানানো হয়েছে যে দক্ষিণ কলকাতা, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুরে কিছু বিএলএ, বিএলওদের উপর চাপ সৃষ্টি করছেন মৃত ভোটারের পরিবারের হাতে ফর্ম (Election Commission_Enumeration form) তুলে দেওয়ার জন্য। সোমবার তারকেশ্বরে এক বিজেপি বিএলএ–কে এই নিয়ে মারধরের অভিযোগও ওঠে।

বিএলওদের নির্দেশ দেওয়া হয়েছে, যদি কোনও মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়ে, তা ‘নন–রিকমেন্ডেড’ হিসেবে বিএলও অ্যাপের মাধ্যমে জমা দিতে হবে। তবুও যদি সেই মৃত ভোটারের নাম চূড়ান্ত ভোটার তালিকায় থেকে যায়, তবে সংশ্লিষ্ট বিএলও, ইআরও (ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার) এবং যিনি সেই ফর্ম পূরণ করেছেন—সকলের বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রাজ্য সিইও দফতরের তথ্য অনুযায়ী, বুধবার বিকেল পর্যন্ত রাজ্যে মোট ৬কোটি ৮৭ লাখ ফর্ম দেওয়ার কাজ শেষ হয়েছে। যার মধ্যে অনলাইনে জমা পড়েছে প্রায় ৫.৭১ লক্ষ ফর্ম।

Latest article