বিষ্ণুপুর জেলা হাসপাতালে বিরল অস্ত্রোপচার সফল, সুস্থ মহিলা

Must read

সংবাদদাতা, বিষ্ণুপুর : নতুন জীবন ফিরে পেলেন বিষ্ণুপুর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের তুতবাড়ির প্রৌঢ়া ঊর্মিলা দে (৫৫)। দীর্ঘদিন হাঁটুর সমস্যায় ভুগে ধনুকের মতো বেঁকে গিয়েছিল তাঁর বাঁ পা। অসহায় পরিবার বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর-সহ বিভিন্ন জায়গায় ডাক্তার দেখিয়েও কিছুতেই সমস্যা মেটাতে পারেনি। সকলেই অস্ত্রোপচারের কথা বলে। আর সেই অস্ত্রোপচারে প্রায় পাঁচ থেকে ছয় লাখ টাকা খরচ হবে। যা জোগাড়ের সামর্থ্য পরিবারের ছিল না। অবশেষে বিষ্ণুপুর হাসপাতালের (Bishnupur District Hospital) আউটডোরে চিকিৎসা শুরু হয় গত বছর। বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডাঃ সমীর জানা ধীরে ধীরে চিকিৎসার পর জানান, এবার একটা বিরল অস্ত্রোপচার করতে হবে। বিষয়টি জানানো হয় বিষ্ণুপুরের স্বাস্থ্য অধিকর্তা এবং জেলা হাসপাতালের (Bishnupur District Hospital) সুপার ডাঃ শুভঙ্কর কয়ালকে। তাঁদের সহযোগিতায় সাহসের সঙ্গে এই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন ডাঃ সমীর জানা। শেষ পর্যন্ত জেলা হাসপাতালের ক্ষেত্রে এমন বিরল অস্ত্রোপচার করে সাফল্য পান তিনি ও তাঁর সহযোগীরা। ফলে খুশি রোগী ও রোগীর আত্মীয়রা। ঊর্মিলার কন্যা ঝরনা সিংহ জানান, যেখানে বাইরে চিকিৎসা করতে ৬ লাখের মতো খরচ হত সেখানে একেবারে নিখরচায় সরকারি হাসপাতালে এই চিকিৎসা পরিষেবা পেয়েছেন তাঁরা। সরকারি স্বাস্থ্য পরিষেবার ভূয়সী প্রশংসা করেন তিনি ও তাঁদের পরিবার।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কুৎসিত মন্তব্য শান্তনু ঠাকুরের ইস্তফা চায় তৃণমূল

Latest article