এখনই জাঁকিয়ে শীত নয়

Must read

প্রতিবেদন : চলছে উত্তুরে হাওয়া। রাজ্যে শুরু হয়ে গিয়েছে শীতের (Winter) আমেজ। তাপমাত্রা নেমেছে স্বাভাবিকের নিচে। হাওয়া অফিস জানাচ্ছে, আপাতত আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। মাঠঘাট সর্বত্র খটখটে। আবহাওয়াও থাকবে শুষ্ক। বুধবার শহর কলকাতার তাপমাত্রা নামল ১৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। যা এখনও পর্যন্ত এই মরশুমের শীতলতম দিন। সকলের দিকে কোথাও কোথাও কুয়াশার কারণে দৃশ্যমানতা কম ছিল। তবে দিনভর আকাশ পরিষ্কার। পশ্চিমের জেলাগুলির মধ্যে বীরভূমের তাপমাত্রা ১৪ ডিগ্রিতে নেমে গিয়েছে। দার্জিলিংয়েও পারদ নেমেছে ৮ ডিগ্রিতে। তবে আবহাওয়া দফতর এই বিষয়টিও নিশ্চিত করেছে যে, তাপমাত্রার পতন হলেও এখনই জাঁকিয়ে হাড়-কাঁপানো শীত (Winter) পড়ছে না।

আরও পড়ুন-বিষ্ণুপুর জেলা হাসপাতালে বিরল অস্ত্রোপচার সফল, সুস্থ মহিলা

Latest article