মুম্বই, ১২ নভেম্বর : ১৭ বছর পর আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী ২০২৬ আইপিএলের উদ্বোধনী ম্যাচ এবং ফাইনাল হওয়ার কথা বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে। কিন্তু গতবার ট্রফি জয়ের বিজয়োৎসবে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনা বদলে দিয়েছে সব কিছু। চিন্নাস্বামী তথা বেঙ্গালুরু এখন কার্যত ‘একঘরে’। আগামী বছর বদলে যেতে পারে বিরাট কোহলিদের ঘরের মাঠ। বেঙ্গালুরুর চিন্নাস্বামীতে পরের বছর আর ম্যাচ নাও খেলতে পারে আরসিবি।
আরও পড়ুন-এখনই জাঁকিয়ে শীত নয়
সূত্রের খবর, বেঙ্গালুরু থেকে বিরাটদের হোম ম্যাচ সরে যেতে পারে পুণের গাহুনজে স্টেডিয়ামে। মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার সচিব কমলেশ পিসাল এই সম্ভাবনার কথা স্বীকার করেছেন। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, পুণেতে এমসিএ-র মাঠে আরসিবি-র ম্যাচ আয়োজনের ব্যাপারে আলোচনা চলছে। এখনও চূড়ান্ত কিছু হয়নি। কর্নাটকে ওদের একটা সমস্যা রয়েছে। ওখানে পদপিষ্টের ঘটনা ঘটেছে। তাই ওরা চাইছে বেঙ্গালুরুর বাইরে অন্য কোনও মাঠে খেলতে। আমরা চাই, আরসিবি আমাদের এখানে খেলুক। প্রাথমিক কথাবার্তা হয়েছে। এখনও টেকিনিক্যাল কিছু বিষয় ঠিক করতে হবে। সব যদি ঠিকঠাক থাকে তাহলে আরসিবি-র হোম ম্যাচগুলো পুণেতেই হবে। পুণেতে আইপিএল ম্যাচ আগেও হয়েছে। অতীতে পুণে ওয়ারিয়র্স গাহুনজে স্টেডিয়ামেই তাদের হোম ম্যাচ খেলত। মাঝে চেন্নাইয়ে জল সমস্যার কারণে চেন্নাই সুপার কিংসও তাদের কিছু ম্যাচ পুণেতে খেলেছিল।

