প্রতিবেদন : বুধবার গোটা দিন দিল্লির ফুটবল হাউস ব্যস্ততায় কাটল। একইসঙ্গে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন তাদের কাজকর্মের জন্য সমালোচনায় বিদ্ধ হল। সুপ্রিম কোর্ট নিযুক্ত অবসরপ্রাপ্ত বিচারপতি এল নাগেশ্বর রাওয়ের সঙ্গে কথা বলে এআইএফএফ কর্তারা আইএসএলের বাণিজ্যিক স্বত্ব নিয়ে ডামাডোলে বিকল্প উপায় খুঁজতে ক্লাবগুলির অধিনায়ক এবং সিইওদের সঙ্গে বৈঠক ডেকেছিল বুধবার।
আরও পড়ুন-পিচ-নাটকের মধ্যেই টেস্টের মহড়া
একই সঙ্গে ফেডারেশনের কর্মসমিতির সদস্যদেরও পরামর্শ চাওয়া হয়েছিল। কিন্তু সিইওদের সঙ্গে বৈঠকের আগে অধিনায়কদের সঙ্গে আলোচনা করেন ফেডারেশন কর্তারা। সেই বৈঠক নিষ্ফলা। কোনও ইতিবাচক দিক বা সমাধানসূত্র মেলেনি। বিকল্প কোনও দিশা পাওয়া যায়নি। পরে ফেডারেশনেক এক সিনিয়র কর্তা ফোনে বলেন, সুপ্রিম কোর্টে যাওয়া ছাড়া দ্বিতীয় কোনও রাস্তা নেই। ফলে বিড ইভ্যালুয়েশন কমিটির প্রধান প্রাক্তন বিচারপতি এল নাগেশ্বর রাও সর্বোচ্চ আদালতে ভারতীয় ফুটবলের বর্তমান পরিস্থিতি নিয়ে রিপোর্ট জমা দেবেন। এদিন আইএসএলের পাশাপাশি আই লিগের ক্লাবগুলির সিইওদেরও বৈঠকে আমন্ত্রণ জানানো হয়। কিন্তু মাত্র দু’ঘণ্টার নোটিশে বৈঠক ডাকায় আই লিগের ক্লাবগুলি বৈঠক বয়কট করে।

