প্রতিবেদন : ইস্টবেঙ্গল আগেই বিশ্বকাপজয়ী রিচা ঘোষকে (Richa Ghosh_ Mohunbagan) সংবর্ধনা দেওয়ার কথা ঘোষণা করেছিল। মোহনবাগান ক্লাবও বঙ্গকন্যাকে সংবর্ধিত করার সিদ্ধান্ত নিয়েছে। ১৫ জানুয়ারি ক্লাবের ক্রিকেট দিবসে চুনী গোস্বামীর জন্মদিনে রিচাকে সংবর্ধনা দিতে চায় মোহনবাগান। ৬ ডিসেম্বর সাব-জুনিয়র ফুটবলে ভারতসেরা বাংলা দলকেও সংবর্ধনা দেবে মোহনবাগান (Richa Ghosh_ Mohunbagan)। এদিকে, গত মরশুমের কোচ, ফুটবলারদের বকেয়া মিটিয়ে দিচ্ছে মহামেডান। ৯ জনের মধ্যে ৫ জনের বকেয়া মিটিয়ে দেওয়ায় ফিফার ট্রান্সফার নিষেধাজ্ঞা উঠে গিয়েছে। বাকি ৪ জনের বকেয়াও আগামী কয়েকদিনের মধ্যে মিটিয়ে দেওয়া হবে। ফলে নতুন ফুটবলার সই বা রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আর কোনও বাধা থাকবে না। মুখ্যমন্ত্রীর উদ্যোগে মহামেডানের নতুন লগ্নিকারীও প্রায় চূড়ান্ত।
আরও পড়ুন-আঁতাঁত ক্রমে স্পষ্টতর হচ্ছে, বোঝাই যাচ্ছে কেনাবেচা চলছে

