বাংলায় আটকে যাবে বিজেপির অশ্বমেধের ঘোড়া : ঋতব্রত

বৃহস্পতিবার ফালাকাটায় এসআইআর-বিরোধী প্রতিবাদ সভায় এভাবেই বিজেপিকে একহাত নিলেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

Must read

সংবাদদাতা, আলিপুরদুয়ার : টেলিভিশনের টক শো-তে ভোটের ফল বেরোয় না। মানুষের পাশে থাকতে হয়। কারণ আসল হল জনতা। আর এই জনতার পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। বাংলার মানুষের ঐক্য জোরালো। এই ঐক্যের কাছে বারবার আটকে যাবে বিজেপির অশ্বমেধের ঘোড়া।

আরও পড়ুন-SIR আতঙ্কে মৃত্যু রাষ্ট্রীয় হত্যা, দায়ী শাহ : দেবাংশু

বৃহস্পতিবার ফালাকাটায় এসআইআর-বিরোধী প্রতিবাদ সভায় এভাবেই বিজেপিকে একহাত নিলেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এসআইআরের নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার প্রতিবাদেই এদিন প্রতিবাদের ব্যানার হাতে আলিপুরদুয়ারের ফালাকাটায় গর্জে ওঠে তৃণমূল। নির্বাচন কমিশনের বিরুদ্ধে একের পর এক স্লোগান তুলে মিছিলের নেতৃত্ব দেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছিলেন জেলা তৃণমূল সভাপতি প্রকাশ চিক বরাইক, জেলা চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা, আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল, সৌরভ চক্রবর্তী প্রমুখ। মিছিল শুরু হয় ফালাকাটা টাউন ক্লাব মাঠের পাশ থেকে। এরপর মিল রোড হয়ে ফালাকাটা চৌপতি পৌঁছোয়। সেখানে মঞ্চে এসআইআরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তৃণমূল নেতৃত্ব। নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়ে জেলাসভাপতি সাংসদ প্রকাশ চিক বরাইক বলেন, প্রস্তুতি ছাড়াই ভোটার তালিকার নিবিড় সংশোধন কমিশন শুরু করায় একের একের বৈধ ভোটারের নাম বাদ পড়ছে। ভিটে-মাটি হারানোর আতঙ্ক তৈরি হচ্ছে প্রত্যন্ত এলাকার নিরীহ মানুষগুলোর মধ্যে। এই আতঙ্কে পরপর ঘটছে আত্মহত্যার মতো মর্মান্তিক ঘটনা। কমিশনের এই বিভ্রান্তিমূলক আচরণ বাংলা সহ্য করবে না। সুরাহা করতে হবে কমিশনকেই। মানুষের জীবন নিয়ে খেললে আগামীদিনে আরও বড় আন্দোলন হবে।

Latest article