পোষ্য বানির পেটে দড়ি ঘাসের মণ্ড, বাঁচালেন চিকিৎসকরা

Must read

প্রতিবেদন : দুপুরে লাঞ্চের পর হঠাৎই ফুটখানেকের কাপড়ের দড়ি গিলে নিয়েছিল আট বছরের বানি (Pet Dog)। কিছুক্ষণ পর বেগতিক বুঝে বমি করার চেষ্টার চালিয়ে কিছু ঘাসপাতাও গিলে নেয় সে। কিন্তু বমিও হয়নি। হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষানিরীক্ষা করে অস্ত্রোপচারের কথা বলে। তবে বানির অভিভাবকরা বয়সের কারণে অস্ত্রোপচার করে ঝুঁকি নিতে চাননি। তাই শেষপর্যন্ত অ্যানিম্যাল হেলথ প্যাথলজিক্যাল ল্যাবের দ্বারস্থ হন তাঁরা। আর সেখানেই সামোয়েড প্রজাতির সারমেয় (Pet Dog) বানির পেটে জটলা পাকিয়ে থাকা সেই কাপড়ের দড়ি ও ঘাসপাতার মণ্ড আধঘণ্টার এন্ডোস্কোপির মাধ্যমে বের করে আনা হয়। কোনওরকম কাটাছেঁড়া ছাড়াই একঘণ্টার কম সময়ে জ্ঞান ফিরে বানি সুস্থ হয়ে ওঠে। অস্ত্রোপচার ছাড়াই সারমেয়দের পেট থেকে ফরেন বডি বের করে আনার এই প্রযুক্তি বাংলা তথা পূর্ব ভারতে আর কোথাও নেই।

আরও পড়ুন-বাংলায় ফের শুরু হবে ১০০ দিনের কাজ, জানাল কেন্দ্র

Latest article