আওয়ামি লিগের লকডাউনে উত্তপ্ত রাজধানী ঢাকা

Must read

ঢাকা: আওয়ামি লিগের (Awami League_lockdown) ডাকা লকডাউনের মধ্যেই ঘোষিত হল বাংলাদেশ ছেড়ে চলে যেতে বাধ্য হওয়া নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার রায়ের দিন। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি মহম্মদ গোলাম মুর্তাজার নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চ বৃহস্পতিবার জানিয়েছে, মামলার রায় ঘোষণা হবে সামনের সোমবার, ১৭ নভেম্বর। হাসিনা ছাড়াও এই মামলায় অভিযুক্ত আরও দু’জন— প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং বাংলাদেশ পুলিশের প্রাক্তন আইজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। মামুন অবশ্য তাঁর দোষ স্বীকার করে নিয়েছেন আগেই। হয়েছেন রাজসাক্ষী। শেখ হাসিনা এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছিল সরকার। হাসিনা এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন অবশ্য তাঁদের খালাসের দাবি জানিয়েছেন। এদিন ঢাকায় লকডাউনের ডাক দিয়েছিল আওয়ামি লিগ (Awami League_lockdown)। বৃহস্পতিবার সকাল থেকেই থমথমে পরিবেশ ঢাকায়। যানবাহনের সংখ্যা নগণ্য। যাত্রীসংখ্যাও খুবই কম। বহু অফিস এবং শিক্ষাপ্রতিষ্ঠানে অঘোষিত ছুটি। কোথাও আবার ওয়ার্ক ফ্রম হোম। অন্তত ৭টি যানবাহনে আগুন লাগানো হয়েছে। ককটেল বিস্ফোরণও হয়েছে। কয়েকটি জায়গায় লিগ সমর্থকদের সঙ্গে সংঘর্ষ বাধে বিএনপি-জামাতের। গ্রেফতার অন্তত ৫০। অবরুদ্ধ পদ্মাসেতুও। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান মহঃ ইউনুস ঘোষণা করেছেন, ফ্রেব্রুয়ারিতে ভোটের দিনেই নেওয়া হবে জুলাই সনদের জন্য গণভোট।

আরও পড়ুন-৩০ বছরে জলবায়ু ঝুঁকিতে বিশ্বে ৯ নম্বরে ভারত

Latest article