কুখ্যাত এপস্টিনের গোপন ই-মেইল ফাঁসে চাঞ্চল্য

Must read

ওয়াশিংটন: বিতর্কিত যৌন অপরাধীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুরনো সখ্য এবং যোগাযোগের একাধিক প্রমাণ ফাঁস করলেন বিরোধী ডেমোক্র্যাটরা। আমেরিকায় যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের (Epstein) ‘গোপন ই-মেইল’ ফাঁস করে দিয়েছেন তাঁরা। আর সেইসূত্রে ফের আতশকাচের নিচে অপরাধজগতের সঙ্গে ট্রাম্পের যোগাযোগ ও বিতর্কিত ভূমিকা।

আরও পড়ুন-আওয়ামি লিগের লকডাউনে উত্তপ্ত রাজধানী ঢাকা

ফাঁস হয়ে যাওয়া ই-মেইলে যৌন অপরাধী এপস্টিন (Epstein) লিখেছেন, ট্রাম্প ঘণ্টার পর ঘণ্টা আমার বাড়িতে পড়ে থাকতেন। চিঠিতে ইঙ্গিত, তাঁর সঙ্গে সেই সব মেয়ে থাকতেন, যাঁরা এপস্টিনের বিকৃত যৌন লালসার শিকার হয়েছেন। ডেমোক্র্যাটরা বুধবার এই ধরনের একগুচ্ছ ইমেল প্রকাশ করে দাবি করেছে, এগুলি এপস্টিনের লেখা ই-মেইল। তাঁদের দাবি, এপস্টিনের যৌন কেলেঙ্কারির কথা প্রেসিডেন্ট ট্রাম্প আগে থেকেই জানতেন। যদিও এখনও পর্যন্ত প্রকাশ্যে তা স্বীকার করেননি মার্কিন প্রেসিডেন্ট। ঘটনা হল, এপস্টিনের সঙ্গে একসময় ট্রাম্পের বন্ধুত্ব ছিল। দু’জনের একাধিক ছবিও রয়েছে একসঙ্গে। তবে ট্রাম্প তদন্ত চলাকালীন বারবার দাবি করেছেন, যৌন অপরাধী হিসাবে এপস্টিনকে তিনি চিনতেন না। তাঁর অপরাধমূলক কার্যকলাপের কথা আগে কিছুই জানতেন না। এদিকে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, আমেরিকার হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের তদন্তকারী কমিটি কয়েক হাজার পৃষ্ঠার গোপন নথি পেয়েছে। এপস্টিনের ফাঁস হওয়া ই-মেইলগুলি তারই অংশ। ট্রাম্প এবং এপস্টিনের সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিল এই নথিপত্র। একটি ই-মেইলে এপস্টিনকে সরাসরি বলতে দেখা যাচ্ছে, ট্রাম্প মেয়েদের ব্যাপারে জানেন। এপস্টিনের লালসার শিকার হয়েছিলেন যে সমস্ত মেয়ে, তাঁদের অধিকাংশই সেসময়ে নাবালিকা ছিলেন। শিশুদের উপর যৌন অত্যাচারের অভিযোগ রয়েছে এপস্টিনের বিরুদ্ধে। দোষী সাব্যস্ত হওয়ার পর ২০১৯ সালে জেলের মধ্যেই আত্মঘাতী হন তিনি। যদিও তারপরেও আমেরিকায় চর্চিত ট্রাম্প-এপস্টিন বিতর্ক।

Latest article