পাটনা: আজ, শুক্রবার বিহার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা। দু’দফায় মোট ২৪৩টি আসনে ভোট গ্রহণ শেষ হয়েছে গত মঙ্গলবার। শুক্রবার দুপুরের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে ফলাফল। লক্ষণীয়, বিতর্কিত এসআইআরের পর এই প্রথম নির্বাচন বিহারে। প্রকৃত ভোটারদের ভোটাধিকার থেকে বঞ্চিত করার অভিযোগ বারবার তুলেছে তৃণমূল-সহ বিরোধীরা।
আরও পড়ুন-ও প্রধানমন্ত্রী মশাই! ও স্বরাষ্ট্রমন্ত্রী ভাই!
বিজেপি-কমিশনের বিরুদ্ধে ভোটচুরির অভিযোগে সোচ্চার হয়েছে। এই জটিল পরিস্থিতির মধ্যেই এবারে ভোটগ্রহণ হয়েছে বিহারে। বুথফেরত সমীক্ষার নামে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা নতুন কিছু নয়। বহুক্ষেত্রেই প্রমাণিত হয়েছে এর কোনও সারবত্তা নেই। তবে এবারে এনডিএর সামনে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে মহাগঠবন্ধন। বিশেষ করে সীমাঞ্চলে তারা রীতিমতো ঘুম কেড়ে নিয়েছে গেরুয়া শিবিরের। সেই কারণেই বিহারের ফলাফল কী হয়, তা জানার জন্য উদগ্রীব গোটা দেশ। ডিসেম্বরের গোড়াতেই শুরু হচ্ছে লোকসভার অধিবেশন। বিহারের ফলাফল এবং ভোটচুরির বিষয়টি নিঃসন্দেহে অধিবেশনে ঝড় তুলবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

