শিশু দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তা

এই মর্মে নিজের সোশ্যাল হ্যান্ডেলে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

Must read

পণ্ডিত জওহরলাল নেহেরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী আর শিশুদের প্রতি তাঁর ভালোবাসার জন্য তাঁকে “চাচা নেহেরু” উপাধিতে ভূষিত করা হয়। তাঁর জন্মবার্ষিকী ১৪ নভেম্বর, দেশের উন্নয়নে তাঁর অবদান এবং শিশুদের প্রতি তার ভালবাসার প্রতি শ্রদ্ধা হিসাবে দেশজুড়ে শিশু দিবস হিসাবে পালিত হয়। এই মর্মে নিজের সোশ্যাল হ্যান্ডেলে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

আরও পড়ুন-সন্তানকে বাঁচাতে ট্রাকের তলায় মা

তিনি নিজের সোশ্যাল হ্যান্ডেলে লেখেন, ”শিশুরাই আগামী দিনের আলো। শিশু দিবসে সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। তাদের সুন্দর জীবনের অনেক উন্নতি হোক।”

শিশু দিবস মানেই শৈশবের আনন্দ, কৌতূহল এবং সরলতা উদযাপন। প্রসঙ্গত, ১৯৬৪ সল্ থেকে ভারতে শিশু দিবস ১৪ নভেম্বর পালিত হয়। তার আগে, ভারত ২০ নভেম্বর বিশ্বব্যাপী শিশু দিবস উদযাপন করত। পণ্ডিত জওহর লাল নেহেরুর মৃত্যুর পর, সর্বসম্মতিক্রমে তার জন্মবার্ষিকীকে দেশে শিশু দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই দিনটি শিশুদের সুরক্ষা, শিক্ষা এবং সমতার অধিকারের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, শিশুশ্রমের বিরুদ্ধে লড়াই এবং শিশুদের সার্বিক উন্নতির সুযোগ তৈরির বিষয়ে সচেতনতা বৃদ্ধি করে। জওহরলাল নেহেরু শিশুদের ভালোবাসতেন এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা করতেন। যুবসমাজের শিক্ষা, কল্যাণ এবং অগ্রগতির প্রতি তাঁর আগ্রহকে সম্মান জানিয়েই ১৪ নভেম্বর তাঁর জন্মবার্ষিকীকে শিশু দিবস হিসেবে ঘোষণা করা হয়।

Latest article