৯৮ বছরে প্রয়াত বিশিষ্ট অভিনেত্রী ও ধর্মেন্দ্রর প্রথম নায়িকা কামিনী কৌশল

প্রয়াত বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কামিনী কৌশল

Must read

প্রয়াত বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কামিনী কৌশল (Kamini Kaushal)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৮। বর্ষীয়ান এই অভিনেত্রী বহুদিন ধরেই বার্ধক্যজনিত সমস্য়ায় ভুগছিলেন। অবশেষে শুক্রবার নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শাহিদ কাপুর ও কিয়ারা আডবাণী অভিনীত কবীর সিং ছবিতে তাঁকে শেষবারের জন্য পর্দায় দেখা গিয়েছে। আমির খানের লাল সিং চাড্ডা ছবিতেও বিশেষ ভূমিকা পালন করেছিলেন তিনি। কামিনী ছিলেন ধর্মেন্দ্রর কেরিয়ারের প্রথম দিকের ছবির নায়িকা। ‘শহিদ’ ছবিতে অভিনয় করেছেন তাঁরা। ছবিটি মুক্তি পায় ১৯৪৬ সালে। কিছুদিন আগে সোশাল মিডিয়ায় কামিনী কৌশলকে নিয়ে পোস্টও করেছিলেন ধর্মেন্দ্র।

আরও পড়ুন-”মহিলা ফ্যাক্টরই আসল”, বিহার ভোটের ফলাফল নিয়ে সাগরিকার নিশানায় এনডিএ

কামিনী কৌশল ১৯২৭ সালে পাকিস্তানের লাহোরে জন্মগ্রহণ করেন। দেশভাগের পর ভারতে এসে মুম্বইয়ে সিনেমার সঙ্গে যুক্ত হতে শুরু করেন কারণ ছোট থেকেই শিল্পের প্রতি আলাদা আকর্ষণ অনুভব করতেন তিনি। প্রায় ৯০ টি সিনেমায় অভিনয় করেছেন কামিনী। শহিদ, জেইলার, নদিয়া কে পার, বিরজ বাহু, ঝঞ্ঝর, আরজু, বড়ে সরকার, নাইট ক্লাবের মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করে দর্শকদের মনে আলাদা জায়গা করে নেন তিনি। শুধু তাই নয়, তাঁর অভিনীত ‘নিচা ঘর’ ছবিটি ১৯৪৬ কান চলচ্চিত্র উৎসবে দেখানো হয় এই ছবি। দিলীপ কুমার, রাজ কাপুর, দেব আনন্দ, অশোক কুমারের মতো দাপুটে অভিনেতাদের পাশে অভিনয় করেও নিজের আলাদা পরিচিতি তৈরি করেছিলেন তিনি। স্বাভাবিকভাবেই বর্ষীয়ান অভিনেত্রীকে হারিয়ে এই মুহূর্তে শোকের ছায়া বলিউডে।

 

Latest article