বাংলায় বিজেপির SIR আতঙ্কের বলি আরও এক, সরব তৃণমূল কংগ্রেস

SIR আবহে বাংলার একের পর এক মৃত্যু রাজ্যে। আতঙ্কেই কেউ আত্মঘাতী বা কেউ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন।

Must read

SIR আবহে বাংলার একের পর এক মৃত্যু রাজ্যে। আতঙ্কেই কেউ আত্মঘাতী বা কেউ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। শুক্রবার সকালে বাড়ির কাছে মাঠে উদ্ধার হয় শিলিগুড়ির রাজগঞ্জের আমবাড়ির কামারভিটার বাসিন্দা ভুবনচন্দ্র রায়ের ঝুলন্ত দেহ। স্থানীয়রাই প্রথম সেই দৃশ্য দেখতে পেয়ে পরিবারকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন-শ্রেয়া ঘোষালের অনুষ্ঠানে ভিড়ের চাপে জ্ঞান হারালেন একাধিক শ্রোতা

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত থেকেই তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খুঁজেও পাওয়া যায় নি তাঁকে অবশেষে শুক্রবার মৃতদেহ উদ্ধার হয়। পরিবারের তরফে অভিযোগ জানানো হয়েছে এনুমারেশন ফর্ম এসেছিল বাড়িতে। সবার এলেও তাঁর মেয়ের নামে ফর্ম আসেনি। সেই থেকেই রীতিমত আতঙ্কে ভুগছিলেন তিনি। সারাদিন বেশ চিন্তিত ছিলেন এবং হঠাৎ রাতের দিকে বেরিয়ে গেলেন বাড়ি থেকে। রাজ্য এবং খোদ মুখ্যমন্ত্রীর তরফে বারংবার সতর্কবার্তা দেওয়ার পরেও মানুষের ভেতর থেকে এই আতঙ্ক কিছুতেই সরছে না।

আরও পড়ুন-৯৮ বছরে প্রয়াত বিশিষ্ট অভিনেত্রী ও ধর্মেন্দ্রর প্রথম নায়িকা কামিনী কৌশল

এই ঘটনার প্রতিবাদ জানিয়ে এবার সরব তৃণমূল কংগ্রেস। সোশ্যাল মিডিয়াতে বলা হয়েছে, ”বাংলায় বিজেপির SIR আতঙ্কের বলি আরও একজন নিরীহ মানুষ! মেয়ের Enumeration ফর্ম না আসায় ভোটার তালিকা থেকে নাম কাটা যেতে পারে — এই আতঙ্কেই দিনরাত দুশ্চিন্তায় ভুগছিলেন শিলিগুড়ির আমবাড়ির বাসিন্দা ভুবনচন্দ্র রায়। গতকাল রাত থেকে নিখোঁজ থাকার পর আজ সকালে বাড়ির পাশের একটি মাঠে গাছ থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। বিজেপির তৈরি করা SIR আতঙ্কই শেষ পর্যন্ত তাঁকে আত্মহননের দিকে ঠেলে দিয়েছে। ভুবন বাবুর এই মর্মান্তিক মৃত্যু স্পষ্ট করে দেয়— বিজেপির SIR বাংলায় ভোটাধিকার নয়, মানুষকে মৃত্যুপথে ঠেলে দিচ্ছে!”

Latest article