আগাম জামিন নিয়ে ঐতিহাসিক রায়

অভিযুক্ত নাবালক-নাবালিকার আগাম জামিনের অধিকারের পক্ষে ঐতিহাসিক রায় দিল কলকাতা হাইকোর্ট।

Must read

প্রতিবেদন : অভিযুক্ত নাবালক-নাবালিকার আগাম জামিনের অধিকারের পক্ষে ঐতিহাসিক রায় দিল কলকাতা হাইকোর্ট। রক্ষাকবচের আবেদন জানিয়ে মুর্শিদাবাদের এক নাবালকের পরিবারের দায়ের করা মামলায় চার বছরের শুনানি শেষে শুক্রবার এই রায় দিয়েছে হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ। এর আগে ওই মামলা ফিরিয়ে দিয়েছিল সিঙ্গল বেঞ্চ। ডিভিশন বেঞ্চেও দ্বিমত পোষণ করেন দুই বিচারপতি।

আরও পড়ুন-বড়বাজারে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, জ্বলছে একের পর এক বিল্ডিং

তারপর বিচারপতি জয় সেনগুপ্ত, তীর্থঙ্কর ঘোষ ও বিভাস পট্টনায়কের বৃহত্তর বেঞ্চে ২০২১ সাল থেকে চার বছর ধরে শুনানি-শেষে দেওয়া এই রায়ের ফলে অভিযুক্ত নাবালক বা নাবালিকা আগাম জামিনের আবেদন করতে পারবে। কারণ, এতদিন নাবালক-নাবালিকার আগাম জামিন বা রক্ষাকবচের কোনও সংস্থান ছিল না। যদি বৃহত্তর বেঞ্চেও তিন বিচারপতির মধ্যে মতবিরোধ ছিল। বিচারপতি সেনগুপ্ত ও বিচারপতি ঘোষ নাবালক-নাবালিকাদের আগাম জামিনের আবেদনের পক্ষে মত দিলেও বিরোধিতা করেন বিচারপতি পট্টনায়েক।

Latest article