প্রতিবেদন : ইডেন টেস্টের প্রথম দিনের শেষ অ্যাডভান্টেজ টিম ইন্ডিয়া। যদিও ভারতীয় দলের প্রথম এগারোতে চার-চারজন স্পিনার দেখে অবাক অনিল কুম্বলে। বিশেষজ্ঞ ব্যাটার সাই সুদর্শনকে বাদ দিয়ে এই টেস্টে ওয়াশিংটন সুন্দরকে খেলাচ্ছেন গৌতম গম্ভীর। এই সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। কুম্বলের বক্তব্য, দল দেখে সত্যিই অবাক হয়েছি।
আরও পড়ুন-বিশ্বকাপের সোনার মেয়েরা
সাই সুদর্শনের খেলার ব্যাপারে নিশ্চিত ছিলাম। কিন্তু ওকে বাদ দিয়ে ওয়াশিংটনকে তিন নম্বরে ব্যাট করতে পাঠানো হচ্ছে! অর্থাৎ বোলিংয়ের উপরেই বেশি ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট। কিন্তু চার স্পিনার, দুই স্পিনারের কম্বিনেশন আমাকে অবাক করেছে। এই পিচ মোটেই চার স্পিনার খেলানোর মতো নয়। আমি হলে, তিন স্পিনার নিয়েই মাঠে নামতাম। তিনি আরও যোগ করেছেন, এটা যেন অলরাউন্ডারদের দল। শুভমন গিল, কে এল রাহুল ও যশস্বী জয়সওয়াল—এই তিনজন বিশেষজ্ঞ ব্যাটার। বাকিদের মধ্যে পন্থ, জুরেল, জাদেজা, অক্ষর, ওয়াশিংটন, প্রত্যেকেই অলরাউন্ডার। আমার মনে হচ্ছে, ভারত এখন সব ফরম্যাটেই একঝাঁক অলরাউন্ডার নিয়ে মাঠে নামবে।

