নওগাঁও থানায় রাসায়নিক পরীক্ষার সময় বিস্ফোরণ, মৃত ৯, আহত ২৭

দিল্লির লালকেল্লা চত্বরে বিস্ফোরণের তদন্তে নেমে ফরিদাবাদ থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক অ্যামোনিয়াম নাইট্রেট বাজেয়াপ্ত করা হয়েছিল।

Must read

প্রতিবেদন : দিল্লির লালকেল্লা চত্বরে বিস্ফোরণের তদন্তে নেমে ফরিদাবাদ থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক অ্যামোনিয়াম নাইট্রেট বাজেয়াপ্ত করা হয়েছিল। বাজেয়াপ্ত হওয়া সেই প্রায় ৩৬০ কেজি বিস্ফোরক এনে রাখা হয়েছিল কাশ্মীরের নওগাঁও থানায়। শুক্রবার বেশি রাতে সেই বিস্ফোরক পরীক্ষা করার সময় আচমকা প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে তখন ফরেনসিক বিশেষজ্ঞ ও পুলিশ কর্মীরা উপস্থিত ছিলেন। তীব্র কান ফাটানো শব্দে এদিক-ওদিক ছিটকে পড়ে দেহাংশ। ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন-বিজেপি-কমিশনের নির্দয় রাজনীতি, এসআইআর আতঙ্কের পরিণাম মৃত্যু-আত্মহত্যা

আহত অন্তত ৩৩। তাঁদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। থানার সামনের বাড়ি থেকে ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ উদ্ধার করা হয়েছে। তাতে ধরা পড়েছে বিস্ফোরণের মুহূর্ত। এইসব ভিডিও ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ভাইরাল। এই নিয়ে শনিবার সকালে সাংবাদিক বৈঠকে কাশ্মীরের ডিজিপি বলেন, শুক্রবার রাত ১১টা ২০ মিনিটে বিস্ফোরক পদার্থের নমুনা পরীক্ষার সময় নওগাঁও থানায় বিস্ফোরণ ঘটে। এর নেপথ্যে অন্য কোনও কারণ নেই। ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। পুলিশকর্মীদের সঙ্গে তিনজন ফরেনসিক বিশেষজ্ঞও ছিলেন। এছাড়া, ২৭ জন পুলিশকর্মী, তিনজন সাধারণ বাসিন্দা-সহ মোট ৩৩ জন জখম হয়েছেন। থানাটি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আশপাশের বিল্ডিংগুলিরও ক্ষতি হয়েছে। বিস্ফোরণের কারণ খুঁজতে তদন্ত চলছে। জম্মু ও কাশ্মীর পুলিশ মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে।

Latest article