বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে ‘সার’ নিয়ে তোপ তৃণমূলের

দলের বিজয়া সম্মিলনী মঞ্চ থেকে শনিবার এভাবেই এসআইআর নিয়ে আমজনতাকে সতর্ক করে আবেদন রাখলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস।

Must read

প্রতিবেদন : বিজেপির চক্রান্ত রুখতে সবাই সঠিকভাবে এসআইআরের ফর্ম পূরণ করে জমা দিন। আর মনে রাখবেন, ফর্মের রিসিভ কপি বিএলওকে দিয়ে সই করিয়ে অবশ্যই বাড়িতে সুরক্ষিত জায়গায় রাখবেন। দলের বিজয়া সম্মিলনী মঞ্চ থেকে শনিবার এভাবেই এসআইআর নিয়ে আমজনতাকে সতর্ক করে আবেদন রাখলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস ও বাংলা সিটিজেনস ফোরামের আয়োজনে বিজয়া সম্মিলনীর পাশাপাশি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। সেই কর্মসূচিতে এসে অরূপ বিশ্বাস ২০২৬ সালের নির্বাচনে বিজেপিকে বাংলা থেকে বিদায় দেওয়ার ডাক দেন। ওই সভাতেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও সমস্ত বৈধ ভোটারকে অবশ্যই ফর্ম পূরণ করে জমা দেওয়ার আবেদন করেন। বক্তব্য রাখেন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, মন্ত্রী শশী পাঁজা, সাংসদ পার্থ ভৌমিক।

আরও পড়ুন-বিজেপির তৈরি নির্মম চিত্রনাট্যে ভয়ের পরিবেশ, ‘সার’-পরিণামে মৃত্যু

মেধাবীদের ‘হেল্প কার্ড’ তুলে দিয়ে বর্ণময় এই মহতী কর্মসূচির সূচনা করেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সি। এই কার্ড নিয়ে নির্দিষ্ট দোকানে গিয়ে ছাত্র-ছাত্রীরা পড়ার সরঞ্জাম কিনতে পারবেন। কয়েকশো ছাত্র-ছাত্রীর পাশাপাশি শিক্ষাবিদ ও বিশিষ্ট নাগরিকদের সংবর্ধনাও দেওয়া হয় অনুষ্ঠানে। ছিলেন অ্যাডামাস ইউনিভার্সিটির চ্যান্সেলর সমিত রায়-সহ বিদ্যাসাগর, রামমোহন, আনন্দমোহন কলেজের পরিচালন সমিতির প্রধান ছাড়াও টাকি বয়েজ স্কুলের প্রধান শিক্ষিকা স্বাগতা বসু মল্লিক, এথেনিয়াম স্কুলের প্রধান শিক্ষিকা অর্পিতা চক্রবর্তী। ছিলেন রাজ্যর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সি, মন্ত্রী ব্রাত্য বসু, স্নেহাশিস চক্রবর্তী, সাংসদ দোলা সেন, পার্থ ভৌমিক, প্রবীণ বিধায়ক অশোক দেব, বীরভূম জেলা তৃণমূলের আহ্বায়ক অনুব্রত মণ্ডল, কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষ, বিধায়ক স্বর্ণকমল সাহা, প্রাক্তন বিধায়ক সঞ্জয় বক্সি, স্মিতা বক্সি, মেয়র পারিষদ বৈশ্বানর চট্টোপাধ্যায় ও সন্দীপন সাহা, বরো চেয়ারম্যাান সাধনা বোস, কাউন্সিলর অরূপ চক্রবর্তী, অয়ন চক্রবর্তী, মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত, অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর সমিত রায়, মহিলা ফুটবলের অন্যতম কর্তা জিনিয়া রায়চৌধুরি, অলোক দাস, যুবনেতা মৃত্যুঞ্জয় পাল, শক্তিপ্রতাপ সিং, প্রিয়দর্শিনী ঘোষ বাওয়া, আসফাক হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। সংগীত পরিবেশন করেন দুই মন্ত্রী বাবুল সুপ্রিয়, ইন্দ্রনীল সেন এবং অভিনেতা বিশ্বনাথ বসু।

Latest article