সংবাদদাতা, হাওড়া : আইএনটিটিইউসি’র (INTTUC)উদ্যোগে হাওড়ার বার্জার পেন্টস কারখানার চুক্তিভিত্তিক কর্মচারীদের প্রতিমাসে ১৩০০ টাকা বেতন বৃদ্ধি হল। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে তৃণমূল শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের দ্বিপাক্ষিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হল। বৈঠকে ছিলেন হাওড়া জেলা (সদর) আইএনটিটিইউসির সভাপতি অরবিন্দ দাস-সহ শ্রমিকদের প্রতিনিধিরা।
আরও পড়ুন-লেখকদের লেখক কমলকুমার
সেখানেই শ্রমিকদের বেতন বৃদ্ধি-সহ বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়। অরবিন্দ দাস জানান, শ্রমিকদের প্রতি মাসে ১৩০০ টাকা করে বেতন বৃদ্ধি হবে। ৪ বছর ধরে প্রতি বছর ধাপে ধাপে এই বেতন বৃদ্ধি হবে। এছাড়াও শ্রমিকদের একাধিক সুযোগ সুবিধা সংক্রান্ত বিষয়েও এদিন কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়। বেতন বৃদ্ধি-সহ বিভিন্ন সুযোগ-সুবিধা চালু হওয়ার খবরে বেজায় খুশি কারখানার শ্রমিকেরা।

