সংবাদদাতা, হুগলি : প্রধানমন্ত্রী ভারতবর্ষকে গণতন্ত্রবিহীন করে দিয়েছেন, তাঁর জন্যই আজ ভারতবর্ষে শত শত মানুষ মরছে। বিস্ফোরক অভিযোগ করলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সাংসদের কথায়, যিনি নির্বাচনের আগের দিন রাত্তিরে লালকেল্লার গাড়িতে বোমা রেখে, বোমা ফাটিয়ে জেতেন সেই প্রধানমন্ত্রীর কথাতে কিছুই হবে না। জঙ্গলরাজ প্রধানমন্ত্রী তৈরি করেছেন, গুজরাতে যখন উনি মুখ্যমন্ত্রী ছিলেন তখন খুন করে এসেছেন, মধ্যপ্রদেশ, দিল্লিতে জঙ্গলরাজ প্রধানমন্ত্রী তৈরি করেছেন বরং পশ্চিম বাংলার মানুষেরা অনেক ভাল আছে। ২০২০ সালের অনেক বড় বড় কথা বলেছিলেন। ২০২৬-এ আমরা জবাব দেব।
এদিন তাঁর নিশানায় পড়েন রাজ্যপালও।
আরও পড়ুন-আইএনটিটিইউসি’র উদ্যোগে ১,৩০০ টাকা বেতন বাড়ল চুক্তিভিত্তিক কর্মীদের
কল্যাণ বলেন, বিজেপির এই রাজ্যপাল যতদিন থাকবেন, ততদিন পশ্চিম বাংলার উন্নতিতে বাদ সাধবেন। এদিন বিজেপিকে একের পর এক নিশানায় বিদ্ধ করেন তিনি। প্রশান্ত কিশোরকে সরাসরি কটাক্ষ করে কল্যাণ বলেন, প্রশান্ত কিশোরকে কোনওদিনই পলিটিক্যাল পার্সন বলে মনে করি না। যদি ক্লার্ক বলে অফিসার হব তাহলে যা হওয়ার তাই হয়েছে। বিহারে জয়ের পর এই রাজ্যে বিজেপির উল্লাস নিয়েও টিপ্পনী কাটেন তিনি। বলেন, ছাগলের তৃতীয় সন্তানের মতো ওরা লাফাচ্ছে, এই সময় একটু লাফিয়ে নিক।

