প্রতিবেদন : শিলিগুড়িতে বাঙালি জাতীয়তাবাদী সংগঠন বাংলা পক্ষের ডাকে কয়েক হাজার বাঙালি ও ভূমিপুত্র জনজাতির মহামিছিল হল শনিবার। বিকেল সাড়ে চারটেয় মিছিল শুরু হয় উত্তরবঙ্গ উন্নয়ন দফতর ভবনের সামনে থেকে। শেষ হয় বিধান মার্কেট অটো স্ট্যান্ডে। পাঁচ দফা দাবিকে সামনে রেখে মিছিল এগিয়ে চলে।
আরও পড়ুন-জঙ্গলরাজ তৈরি করেছেন মোদি : কল্যাণ
সেগুলি হল— ১) শিলিগুড়িকে কেন্দ্র করে লোকাল ট্রেন নেটওয়ার্ক, ২) জলপাইগুড়ির দোমোহনিতে এআইআইএমএস, ৩) নেপাল সীমান্ত বন্ধ করা, ৪) শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার বা কোচবিহারের কোনও এক জায়গায় কলকাতার পিজি হাসপাতালের সমমানের হাসপাতাল এবং ৫) সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত উত্তরের জেলাগুলোর জন্য কেন্দ্রীয় সরকারের ক্ষতিপূরণ।
মিছিলে নেতৃত্ব দেন বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়। শিলিগুড়ি জেলা সম্পাদক গিরিধারী রায়ের উদ্যোগে মিছিলটি হয়। ছিলেন সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি, রজত ভট্টাচার্য, মহঃ সাহিন, অভিষেক মিত্র মজুমদার, উত্তম দাস, সাহিন বাদশা, সৌম্যা বেরা, অক্ষয় বন্দ্যোপাধ্যায়, সুতনু পণ্ডিত, দেবাশিস মজুমদার প্রমুখ। মিছিল শেষে বক্তব্য পেশ করেন গর্গ চট্টোপাধ্যায়।

