৩৩ বছর পর পরমাণু বোমার ‘টেস্ট’ আমেরিকার

কিন্তু বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে হঠাৎ এই পরীক্ষার কারণ কী? মার্কিন প্রেসিডেন্টের এটা কি তবে নতুন কোনও কৌশল?

Must read

৩৩ বছর পর আমেরিকার বুকে হতে চলেছে পরমাণু বোমা (Nuclear bomb) পরীক্ষা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেদেশের প্রতিরক্ষা মন্ত্রককে পরীক্ষা শুরু করার নির্দেশ দিয়েছেন। নিজের সমাজমাধ্যমেও সেই বিষয়ে মতামত দিয়েছেন তিনি। কিন্তু বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে হঠাৎ এই পরীক্ষার কারণ কী? মার্কিন প্রেসিডেন্টের এটা কি তবে নতুন কোনও কৌশল?

আরও পড়ুন-মারাত্মক! AI দিয়ে দিল্লি AIIMS-এর এক্সরে রিপোর্ট

গতমাসের শেষের দিকে ট্রাম্পের এই পোস্ট ঘিরে শুরু হয় আলোচনা। তিনি নিজের সমাজমাধ্যম দাবি করেছিলেন, ‘’এই বিশ্বের অন্যান্য দেশগুলির তুলনায় মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সবচেয়ে বেশি পরমাণু বোমা রয়েছে। আমাদের পরেই এই তালিকায় নাম রাশিয়া ও চিনের। বিশ্বজুড়ে এই আবহে সবাই পরমাণু বোমার পরীক্ষা করছে তাই আমি প্রতিরক্ষা মন্ত্রককে নির্দেশ দিয়েছি পরমাণু পরীক্ষা শুরু করার।’’

আরও পড়ুন-রবিবারের গল্প: ‘দারুণ’

এই পোস্টের পর অনেকটা দিন কেটে গিয়েছে। শুক্রবার তিনি জানিয়েছেন যে তিনি এই নিয়ে এখন কিছু বলতে চান না। তবে আশ্বস্ত করতে পারেন যে অন্য সব দেশগুলি ঠিক যেভাবে পরমাণু পরীক্ষা করে, তিনিও সেই ভাবেই করবেন। ১৯৯২ সালে শেষবার পরমাণু বোমা পরীক্ষা করেছিল আমেরিকা। কিন্তু সেই বছরই সরকারি ভাবে পরমাণু পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। ১৯৯৬ সালে পরমাণু পরীক্ষা নিষিদ্ধ চুক্তি স্বাক্ষর করে আমেরিকা। সেই থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে পরমাণু পরীক্ষা বন্ধ। ৩৩ বছর পর আবার নতুন করে সেটা শুরু হতে চলেছে। মনে করা হচ্ছে গত মাসে ট্রাম্পের এই ঘোষণা বেশ তাৎপর্যপূর্ণ। যেদিন তিনি পরমাণু পরীক্ষার কথা ঘোষণা করেছিলেন, তার এক সপ্তাহ আগেই রাশিয়া একটি পরমাণু মিসাইল পরীক্ষা সাফল্য অর্জন করে।

Latest article