অলোক সরকার: ইডেন গার্ডেন্সের এই পিচে চতুর্থ ইনিংসে একশোর বেশি রান তাড়া করা খুব কঠিন কাজ। শেষ পর্যন্ত সেটাই হল। ১২৪ রানের লক্ষ্য তাড়া করে ৯৩ রানেই গুটিয়ে গেল টিম ইন্ডিয়া। নিটফল, ৩০ রানে হার। ঘূর্ণি পিচে ভারতীয় ব্যাটাররা পুরোপুরি ব্যর্থ। কিন্তু এই হারের দায় এড়াতে পারেন না কোচ গৌতম গম্ভীর। ঘরের মাঠে তাঁর ঘূর্ণি পিচের আবদার মানতে বাধ্য হয়েছেন পিচ কিউরেটররা। অথচ পরিসংখ্যান বলছে, গম্ভীরের কোচিংয়ে দেশের মাটিতে শেষ ৬টি টেস্টের মধ্যে চারটিতেই হেরেছে ভারত।
আরও পড়ুন-নৃশংস! তরুণী বিধবাকে পেট্রল ঢেলে পোড়ালো প্রেমিক ও তাঁর স্ত্রী
এর মধ্যে রয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোয়াইটওয়াশ হওয়ার লজ্জা। রবিবারের হার নতুন করে প্রশ্নের মুখে ফেলে দিল গম্ভীরকে। ইডেনের ঘূর্ণি পিচ নিয়ে গত কয়েক দিনে প্রচুর সমালোচনা হয়েছে। অথচ এদিন সাংবাদিক বৈঠকে এসে গম্ভীর সাফ জানিয়েছেন, উইকেটে কোনও জুজু ছিল না! তিনি এমন পিচই চেয়েছিলেন। এদিকে, বিশেষজ্ঞরা আবার ইডেনের এই বাইশ গজকে ব্যাটারদের বধ্যভূমি হিসাবে চিহ্নিত করছেন। পছন্দের পিচ চাওয়া গম্ভীরের পুরনো অভ্যাস। কলকাতা নাইট রাইডার্সের মেন্টর থাকাকালীনও তিনি বারবার পছন্দের পিচের আবদার করেছেন ইডেনের পিচ কিউরেটরের কাছে। এছাড়াও গম্ভীরের একাধিক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন থাকছে। এদিনের সাংবাদিক বৈঠকে টিম ইন্ডিয়ার কোচের দাবি, ইডেনের পিচে স্পিনারদের থেকে জোরে বোলাররা বেশি উইকেট তুলেছে। তাহলে কেন তিনি চার স্পিনারে খেলার সিদ্ধান্ত নিলেন? দুই ইনিংস মিলিয়ে ওয়াশিংটন সুন্দর মাত্র এক ওভার বল করেছেন। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে, গম্ভীরের সিদ্ধান্ত কত বড় ভুল ছিল। প্রশ্ন উঠছে, ওয়াশিংটনকে তিন নম্বরে ব্যাট করানো নিয়েও। সাই সুদর্শন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টেস্টে হাফ সেঞ্চুরি করেছিলেন। কেন তাঁকে বসিয়ে ইডেনে ওয়াশিংটনকে খেলানো হল? দেখতে গেলে, এই টেস্টে ভারতীয় দলে বিশেষজ্ঞ ব্যাটার ছিলেন মাত্র তিনজন— দুই ওপেনার যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল এবং অধিনায়ক শুভমন গিল। এঁদের মধ্যে শুভমন তো চোটের জন্য ব্যাটই করতে পারলেন না!

