‘সার’-এ মৃত্যু মুর্শিদাবাদে

রবিবার ভোরে বেলডাঙা থানার সুরুলিয়া-গেটপাড়া এলাকার বাসিন্দা সাকিলা বেওয়া (৫৫) মালগাড়ির সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন

Must read

সংবাদদাতা, জঙ্গিপুর : ফের এসআইআর-আতঙ্কে এক মহিলা আত্মঘাতী হলেন মুর্শিদাবাদের বেলডাঙায়। রবিবার ভোরে বেলডাঙা থানার সুরুলিয়া-গেটপাড়া এলাকার বাসিন্দা সাকিলা বেওয়া (৫৫) মালগাড়ির সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন। প্রসঙ্গত, গত ৪ নভেম্বর রাজ্যজুড়ে এসআইআর শুরুর পর এই নিয়ে মুর্শিদাবাদ জেলায় মোট তিনজন আত্মঘাতী হলেন এবং আরও দু’জন এসআইআর-আতঙ্কে হৃদরোগে মারা যান।

আরও পড়ুন-গম্ভীরের তুঘলকি চালে লজ্জার হার

সুরুলিয়া গেটপাড়া এলাকার বাসিন্দা সাকিলা বেওয়া এসআইআর শুরুর পর থেকেই আতঙ্কে ছিলেন। নিজের পরিবারের সদস্যদের বহুবার বলেছিলেন, এসআইআর তালিকা তৈরি হয়ে যাওয়ার পর পুলিশ এসে তাঁকে ধরে নিয়ে যাবে। মৃতার পরিবারের সদস্যরা জানিয়েছেন, রবিবার ভোর ছ’টা নাগাদ তিনি রেললাইনের উপর শুয়ে পড়েন। সেই সময় বহরমপুরের দিক থেকে বেলডাঙাগামী একটি মালগাড়ির তলায় পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মৃত মহিলার ভাইপো নাসিমুল শেখ বলেন, ২০০২ -এর ভোটার তালিকায় আমার কাকিমার নাম থাকলেও ওই তালিকায় কাকার নাম এবং বয়স ভুল রয়েছে। কাকিমার কাছে যে নথি রয়েছে তাতে কোথাও আমার কাকার নাম লেখা রয়েছে হচিউদ্দিন শেখ। ভোটার তালিকায় কাকার নাম রয়েছে ‘হচিউদ্দিন’। কাকার নামে বিভ্রাট থাকায় কাকিমার ধারণা হয়েছিল এসআইআর শেষে তাঁর নাম বাদ যাবে এবং পুলিশ ধরে নিয়ে যাবে।

Latest article