সংবাদদাতা, ঠাকুরনগর : ধান্দাবাজ বিজেপি-কমিশনের গাজোয়ারি এসআইআর-এর বিরুদ্ধে ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে মতুয়া সম্প্রদায়ের অনশন রবিবার দ্বাদশ দিনে পড়ল। এদিন তৃণমূলের তরফে রাজ্যের মন্ত্রী ডাঃ শশী পাঁজা ও স্নেহাশিস চক্রবর্তী মতুয়াদেরও এসআইআর বিরোধিতায় মতুয়াদের অনশন মঞ্চে উপস্থিত হন।
আরও পড়ুন-‘সার’-এ মৃত্যু মুর্শিদাবাদে
এসআইআর-এর অজুহাতে বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার বিরুদ্ধে তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা মতুয়া সংঘাধিপতি মমতাবালা ঠাকুরের নেতৃত্বে আমরণ অনশন চলছে মতুয়া প্রতিনিধিদের। এদিন বিকেল পৌনে ৪টে নাগাদ অনশন মঞ্চে আসেন তৃণমূল প্রতিনিধি শশী পাঁজা ও স্নেহাশিস চক্রবর্তী। সেখানে অনশনরত মমতা ঠাকুর-সহ মতুয়া প্রতিনিধিদের কাছ থেকে তাঁদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তাঁরা। শনিবার থেকেই মঞ্চে হাজির রয়েছেন কয়েকজন চিকিৎসকও।

