বাড়ছে ক্ষোভ, একাধিক অগ্নিসংযোগ ইউনুসের স্বপ্নের গ্রামীণ ব্যাঙ্কে

Must read

ঢাকা: বিএনপির শক্ত ঘাঁটিতেই ইউনুসের তৈরি গ্রামীণ ব্যাঙ্কে আগুন ধরিয়ে দিল উত্তেজিত জনতা। খালেদা জিয়ার অনুগামীদের একচ্ছত্র দাপট যেখানে, সেই বগুড়াতেই শেরপুর হাইওয়ে গাড়িদহ গ্রামীণ ব্যাঙ্কের একটি শাখা জ্বালিয়ে দিল সাধারণ মানুষ। শুধু এখানে নয়, গোটা বাংলাদেশ জুড়ে একের পর এক জায়গায় ইউনুসের স্বপ্নের গ্রামীণ ব্যাঙ্কের শাখায় আগুন ধরিয়ে দিচ্ছে বিক্ষুব্ধ মানুষ। দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছিল, গ্রামীণ ব্যাঙ্কের সুদের নামে গরিব মানুষকে নির্মমভাবে শোষণ করা হচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে রাজনৈতিক এবং অর্থনৈতিক অস্থিরতা যত বাড়ছে বাংলাদেশে (Bangladesh_Grameen_Bank), অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহঃ ইউনুসের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ যত বাড়ছে, সমস্ত রাগ গিয়ে পড়ছে তাঁর মস্তিষ্কপ্রসূত গ্রামীণ ব্যাঙ্কের উপর। এই ক্ষোভের সাম্প্রতিক বিস্ফোরণ ঘটল রাজনগর উপজেলার মৌলবি বাজারে গ্রামীণ ব্যাঙ্কের টেংরাবাজার শাখায়। জনরোষের আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেল ব্যাঙ্ক। গত মঙ্গলবার ব্রাহ্মণবেড়িয়ার বিজয়নগরেও গ্রামীণ ব্যাঙ্কের চান্দুয়া শাখায় ব্যাপক তাণ্ডব চালায় জনতা। দরজা-জানালার কাঁচ ভেঙে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়া হয় গভীররাতে।
লক্ষণীয়, বাংলাদেশে গ্রামীণ ব্যাঙ্ক (Bangladesh_Grameen_Bank) তৈরি করেই নোবেল পুরস্কার পেয়েছিলেন ইউনুস।

আরও পড়ুন-দীর্ঘ ৩৩ বছর পর পরমাণু বোমার ‘টেস্ট’ আমেরিকার!

Latest article