বাংলার শ্রমিকদের অঙ্গীকার, ২৬শে দিদির সরকার

আইএনটিটিইউসি’র ডাকে লাগাতার চলবে সমাবেশ

Must read

অনুরাধা রায়
‘বাংলায় শ্রমিকদের অঙ্গীকার, ২৬শে দিদির সরকার’ বার্তা নিয়ে আইএনটিটিইউসি’র (INTTUC) ডাকে আজ থেকে শুরু হচ্ছে সমাবেশ। সোমবার ১৭ নভেম্বর শিলিগুড়ির এনজেপির নেতাজি মোড়ে হবে সমাবেশের সূচনা। নেতৃত্ব দেবেন আইএনটিটিইউসি’র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। উপস্থিত থাকবেন দার্জিলিং জেলা সমতলের আইএনটিটিইউসি’র সভাপতি নির্জল দে, শিলিগুড়ির মেয়র গৌতম দেব। সমাবেশ প্রসঙ্গে আইএনটিটিইউসি’র (INTTUC) রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানান, সূচনার পর এর ঢেউ আছড়ে পড়বে গোটা রাজ্য জুড়ে। ২০২৬-এর জানুয়ারি মাস পর্যন্ত এই সমাবেশ হবে রাজ্যের বিভিন্ন প্রান্তে। সবমলিয়ে প্রায় ৩০টি সমাবেশ হবে। এর মধ্যে প্রথম সমাবেশটি হচ্ছে শিলিগুড়িতে। এরপর চলতি মাসের ২১ তারিখ মৎস্যজীবীদের সমাবেশ হবে কাঁথিতে। ২২ তারিখ বিদ্যুৎ কর্মীদের সমাবেশ হবে কলকাতায়। ২৯ তারিখ ঝাড়গ্রাম জেলার সমাবেশ হবে গোপিবল্লভপুরে। ৩০ তারিখ হুগলিতে হবে সমাবেশ। এরপর ঠিক হবে সমাবেশের পরবর্তী রূপরেখা। অর্থাৎ নভেম্বরে শুরু হয়ে নতুন বছরের শুরুতে শেষ হবে সমাবেশ। ঋতব্রত বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই একমাত্র শ্রমিকদের কথা ভেবেছেন। অসংগঠিত শ্রমিকদেরও উন্নয়ন হয়েছে মুখ্যমন্ত্রীর হাত ধরেই। বিএমএসওয়াই বা বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা পশ্চিমবঙ্গের অসংগঠিত শ্রমিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রকল্প, যা তাদের সামাজিক নিরাপত্তা এবং আর্থিক সহায়তা প্রদান করে। এই প্রকল্পে ১ কোটি ৮৩ লক্ষ নাম নথিভুক্ত হয়েছে। ৩৭ লক্ষ শ্রমিক টাকা পেয়ে গিয়েছে। অসংগঠিত শ্রমিকদের প্রত্যেকটি বিষয় এই সমাবেশের মূল বিষয়বস্তু।

আরও পড়ুন-মঙ্গলবার থেকে শুরু এসএসসির ইন্টারভিউ

Latest article