অবশেষে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে রবিবার রাতেই SIR-এর প্রতিবাদে চলা অনশন প্রত্যাহারের কথা জানিয়েছিলেন মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতাবালা ঠাকুর। সোমবার বেলা ১২ টায় গত ১৩ দিন ধরে চলা অনশন প্রত্যাহারের কথা থাকলেও তার আগেই হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন মমতাবালা। পরিস্থিতি সামাল দিতে মঞ্চেই তাঁকে স্যালাইন দেওয়ার ব্যবস্থা করা হয়। যদিও অবস্থা বুঝে তাঁকে ভর্তি করা হয়েছে বনগাঁ হাসপাতালে।
আরও পড়ুন-SIR আতঙ্কে স্ত্রী-সন্তান রেখে ‘আত্মঘাতী’ দমদমের বাসিন্দা
রবিবার বিকেলে শশী পাঁজা ও স্নেহাশিস চক্রবর্তী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লেখা চিঠির বার্তা নিয়ে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের অনশনমঞ্চে উপস্থিত হন। মঞ্চেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনানো হয় মতুয়াদের। অভিষেক জানান, এই অনশনের মর্যাদা বুঝবে না বিজেপি। এই আন্দোলন চলবে, তাই শারীরিক ভাবে সকলকেই সুস্থ থাকতে হবে। তাই তিনি মতুয়াদের অনুরোধ করেন অনশন তুলে নেওয়ার। এরপরেই অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সদস্যরা আলোচনায় বসে। তার ২৪ ঘন্টার মধ্যেই অনশন তুলে নেয় অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। তবে এই দাবিকে সমর্থন জানিয়ে আগামী দিনে কলকাতা সহ দিল্লির বুকে তাঁরা বৃহত্তর আন্দোলনের পথে নামতে চলেছেন সেই কথাও এদিন জানিয়ে দেওয়া হয় l মমতা বালা ঠাকুর এই বিষয়ে জানিয়েছিলেন একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে বিভিন্ন রাজনৈতিক এবং ধর্মীয় সংগঠন অনুরোধ করেছেন অনশন প্রত্যাহারের জন্য। তবে আগামী দিনে কলকাতা সহ দিল্লির বুকে বৃহত্তর আন্দোলন চলবে।
আরও পড়ুন-”সিদ্ধান্ত আইনবহির্ভূত”, GTA মধ্যস্থতাকারী বাতিলের দাবিতে মোদিকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের
কিন্তু এর মাঝেই হঠাৎ ঠাকুরনগর অনশন মঞ্চে অসুস্থ হয়ে পড়লেন মমতা ঠাকুর। সাময়িকভাবে প্রেশার ,সুগার পরীক্ষা করে স্যালাইন দেওয়া হয়। লেবুর রস খাইয়ে মমতাবালা ঠাকুর ও গোঁসাই পাগলদের অনশন ভেঙে দেন অন্যান্য গোঁসাইরা। এরপরেই মমতাবালাকে অ্যাম্বুল্যান্সে করে বনগাঁ সুপার স্পেশালিটি হাসপাতালে নেওয়া হয়। আপাতত রাজ্যসভার সাংসদের সেখানেই চিকিৎসা চলছে।

