ছেলেমানুষি করছেন রাজ্যপাল : কল্যাণ

রাজভবনে বম্ব স্কোয়াড ঢুকিয়ে তল্লাশি চালানোর ঘটনাকে নাটক বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

Must read

প্রতিবেদন : রাজভবনে বম্ব স্কোয়াড ঢুকিয়ে তল্লাশি চালানোর ঘটনাকে নাটক বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-নিয়ম মেনেই ডাকা হয়েছে প্রার্থীদের, বিরোধীদের দাবি ওড়ালেন শিক্ষামন্ত্রী

ফের রাজ্যপালকে তীর ছুঁড়ে কল্যাণ স্পষ্টভাষায় বললেন, রাজ্যপাল সিভি আনন্দ বোস ছেলেমানুষি করছেন। অমিত শাহর কাছে নম্বর কমে গিয়েছে তা বাড়ানোর জন্যই এসব নাটকে কাজ করছেন। বাংলার রাজ্যপাল যদি সংবিধান মেনে চলতেন, তাহলে এই সমস্যার মধ্যে পড়তে হত না। যখন সমালোচনা হয়েছে, তখন ওনার উচিত ছিল যাঁরা সমালোচনা করছেন তাঁদেরকে জিজ্ঞাসা করা ভুলটা কোথায় হয়েছে। ভুল সংশোধন করে নিতে পারতেন। বিজেপির এজেন্টের মত কাজ করছেন। কল্যাণের কটাক্ষ, পারলে রাজ্যপাল আমেরিকার তদন্তকারী এজেন্সি এফবিআইকেও ডাকতে পারেন।

Latest article